প্রতিনিধি
ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে সাতটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর হানিফ বাড়ির নুরুল ইসলাম সওদাগরের সাত ছেলে ও তাঁদের পরিবারের চলাচলের পথ এটি। একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় সেখানকার মানুষেরা একপ্রকার বন্দী জীবনযাপন করছেন।
আজ মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের সদস্য নুরুল হাকিম প্রতিবেশী আব্দুস সবুরকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা-পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মূল সড়ক হতে ঘরে প্রবেশের একমাত্র রাস্তা এটি। গত ২৭ জুন রোববার প্রভাবশালীরা জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে ঘর-গৃহস্থালিসহ প্রাত্যহিক কাজে বিঘ্ন ঘটার পাশাপাশি পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন। এ ছাড়াও নামাজ আদায় করতে মসজিদে যেতে পারছে না তাঁরা।
এ নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা হলে তাঁরা প্রভাবশালী মহলের এই কাজের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
অভিযুক্ত আনোয়ার পাশা বলেন, এটি মূলত আমাদেরই জায়গা। তাঁরা দীর্ঘদিন ধরে এ পথ অন্যায়ভাবে ব্যবহার করে আসছিল। এখন আমাদের জায়গা আয়ত্তে এনেছি। এখানে আমরা কারও চলাচলের পথ বন্ধ করিনি।
সমিতিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘বিষয়টি নিয়ে পরিষদে একটি অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন বলেন, ‘বিষয়টি দেখার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।’
ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে সাতটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর হানিফ বাড়ির নুরুল ইসলাম সওদাগরের সাত ছেলে ও তাঁদের পরিবারের চলাচলের পথ এটি। একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় সেখানকার মানুষেরা একপ্রকার বন্দী জীবনযাপন করছেন।
আজ মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের সদস্য নুরুল হাকিম প্রতিবেশী আব্দুস সবুরকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা-পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মূল সড়ক হতে ঘরে প্রবেশের একমাত্র রাস্তা এটি। গত ২৭ জুন রোববার প্রভাবশালীরা জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে ঘর-গৃহস্থালিসহ প্রাত্যহিক কাজে বিঘ্ন ঘটার পাশাপাশি পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন। এ ছাড়াও নামাজ আদায় করতে মসজিদে যেতে পারছে না তাঁরা।
এ নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা হলে তাঁরা প্রভাবশালী মহলের এই কাজের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
অভিযুক্ত আনোয়ার পাশা বলেন, এটি মূলত আমাদেরই জায়গা। তাঁরা দীর্ঘদিন ধরে এ পথ অন্যায়ভাবে ব্যবহার করে আসছিল। এখন আমাদের জায়গা আয়ত্তে এনেছি। এখানে আমরা কারও চলাচলের পথ বন্ধ করিনি।
সমিতিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘বিষয়টি নিয়ে পরিষদে একটি অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন বলেন, ‘বিষয়টি দেখার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।’
সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে ডেকে নিয়ে চাঁদাবাজি, মারধর এবং জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) সভাপতি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মোহাম্মদ জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে যৌথ বাহিনী।
১৭ মিনিট আগেময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক কারবারের ৭০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে ইমরান হোসেন (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) পৌর শহরের শিলাসী কড়ইতলী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ইমরান পৌর শহরের আশ্রয়ণ প্রকল্পের ১৮ নম্বর ঘরের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।
১৯ মিনিট আগেলালমনিরহাটে অপহরণের এক দিন পর সেপটিক ট্যাংকের নিচের মাটি খুঁড়ে শাকিল নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা শিশুকে হত্যার পর ওই এলাকার অন্য একটি বাড়ির সেপটিক ট্যাংকের নিচে পুঁতে রাখেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারতের তুলনায় চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব বেশি। আজ মঙ্গলবার ঢাকায় প্রকাশিত এক জরিপে এমন তথ্য উপস্থাপন করা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অলটারনেটিভ আয়োজিত এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
১ ঘণ্টা আগে