Ajker Patrika

চাটখিলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রতিনিধি
চাটখিলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ


চাটখিল (নোয়াখালী): আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ এনে চাটখিল উপজেলায় সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর স্ত্রী ও সন্তানরা। আজ রোববার দুপুরে উপজেলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল মজিদ মেম্বারের বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন সৌদিপ্রবাসী আলী হোসেনের স্ত্রী নার্গিস আক্তার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নার্গিস আক্তার জানান, তাঁর স্বামী আলী হোসেন দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে রয়েছেন। সর্বশেষ তিনি ২ বছর ৬ মাস আগে দেশে ছুটিতে আসেন। তাঁর (নার্গিস) শ্বশুর এছলাম হক বাড়ির জমি জমা নিয়ে একটি বন্টকের মামলা করেন। ওই মামলায় ২০০৯ সালের ২২ জুন তারিখে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। অদ্যাবধি ওই নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

নার্গিস জানান, ওই মামলার ৬ নম্বর আসামি আবুল কালাম  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ ভূমিতে স্থাপনা নির্মাণ করেছেন। এ ব্যাপারে নার্গিস আক্তার পুলিশ প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করলেও কোন প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে সন্তানদের নিয়ে নিরাপত্তা সংকটে থাকার কথাও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত