Ajker Patrika

বেগমগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি
বেগমগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। আজ শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হচ্ছেন, সিএনজিচালিত অটোরিকশাচালক জসিম উদ্দিন (৫৫), তাঁর মা মরিয়ম বেগম (৮০) ও অটোরিকশার যাত্রী ছকিনা বেগম (৫২)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকাবাসী জানিয়েছে, সকালে মাসহ পাঁচজন যাত্রী নিয়ে চৌমুহনী থেকে জমিদারহাটের দিকে যাচ্ছিলেন অটোরিকশাচালক জসিম উদ্দিন। লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ফেনী থেকে ছেড়ে আসা স্টার লাইন নামের একটি বাস দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় অটোরিকশাকে চাপা দেয়। তাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ায় বাসচালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের লোকজন তাঁদের লাশ নিয়ে গেছে। আমরা তাঁদের বাড়িতে গিয়ে লাশের সুরতহালের ব্যবস্থা করব। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত