Ajker Patrika

কাল বিমানবন্দরে যাত্রীদের সময় নিয়ে আসার পরামর্শ ৩ এয়ারলাইনসের

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

চিকিৎসা শেষে আগামী ৬ মে (মঙ্গলবার) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার আগমনে বিমানবন্দরের আশপাশের এলাকায় তীব্র যানজটের আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সময়মতো ফ্লাইটে ওঠার নিশ্চয়তা দিতে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বিভিন্ন এয়ারলাইনস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং এয়ার অ্যাস্ট্রা পৃথকভাবে নোটিশ জারি করে যাত্রীদের উদ্দেশে জানিয়েছে, ৬ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে যানজট থাকতে পারে। এ সময় ফ্লাইটে ভ্রমণকারীদের নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরে পৌঁছাতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওইদিন সকালেই খালেদা জিয়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাঁর আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলের নেতা-কর্মীদের বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নির্দিষ্ট জায়গায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে তাঁরা জাতীয় ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন।

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার গাড়ির সঙ্গে মোটরসাইকেল বহর বা হেঁটে চলার কোনো কর্মসূচি থাকবে না। নেতা-কর্মীদের শুধু রাস্তার পাশে নির্ধারিত অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে অভ্যর্থনা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত