Ajker Patrika

ইমাম রইস হত্যা: বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

আজকের পত্রিকা ডেস্ক­
মাওলানা রইস হত্যার বিচার দাবিতে সৈয়দপুরে সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
মাওলানা রইস হত্যার বিচার দাবিতে সৈয়দপুরে সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের পুবাইলে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে দেশের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভ করেছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতা–কর্মীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

চট্টগ্রাম: কর্মসূচি ঘিরে সকাল থেকে নগরীতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ পাল্টা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসব ঘটনায় কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রতিনিধিদের পাঠানো খবর:

সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, এ কে খান, অক্সিজেনসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত ও ইসলামী ছাত্রসেনার নেতা-কর্মীরা। এর মধ্যে মুরাদপুর মোড়ে একদল বিক্ষোভকারী সড়কে টায়ার জ্বালিয়ে দেন। তাঁরা রইস হত্যার প্রতিবাদে স্লোগান দেন। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কর্ণফুলী: আনোয়ারা ও কর্ণফুলী টানেল প্রান্ত চাতরী চৌমুহনী এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ডিআইএম জাহাঙ্গীর আলম, মাওলানা আহমদ নুর আল কাদেরী, আবদুর রহিম, মোরশেদ আলম মুন্সি, মাওলানা নাজিম উদ্দীন, মোজাম্মেল হক, শাহাদাত, এনামুল হক, শায়ের আলী জিন্নাহ, নাছির উদ্দীন, ইসমাইল, মুফিজ প্রমুখ।

রাউজান: মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়ক, কাপ্তাই সড়ক ও বজলুল রহমান সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত ও ইসলামী ছাত্রসেনার নেতা–কর্মীরা।

অবরোধের কারণে রাঙামাটি মহাসড়কের জলিলনগর বাসস্টেশন, রাউজান প্রেসক্লাব থেকে মুন্সিরঘাটা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

অবরোধ কর্মসূচি চলাকালে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকায়। ছবি: আজকের পত্রিকা
অবরোধ কর্মসূচি চলাকালে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকায়। ছবি: আজকের পত্রিকা

অপরদিকে চট্টগ্রাম কাপ্তাই সড়ক পাহাড়তলী থেকে নোয়াপাড়া পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এতে প্রায় তিন ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। দুপুর ১২টার পর যানচলাচল স্বাভাবিক হয়।

অবরোধ শেষে একটি বিক্ষোভ মিছিল রাউজান সদরস্থ জলিলনগর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রসেনার সভাপতি কে এম তাজুল ইসলাম আসিফ।

মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী ও মুহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা ইসলামী ফ্রন্টের আহ্বায়ক উপাধ্যক্ষ মাওলানা শামসুল আলম নঈমী, মাওলানা শামসুল আলম হেলালী, মাওলানা নেছারুল হক, মাওলানা মনসুর উদ্দিন নেজামী, মাওলানা নেজাম উদ্দিন তৈয়্যবী, হাসান মুরাদ ভাণ্ডারী, মুহাম্মদ নাজিম উদ্দিন, এম এ রায়হান, মাওলানা শফিউল আজম, তসলিম উদ্দিন বাদশা, মুহাম্মদ সাজ্জাদ হোসাইন প্রমুখ।

সীতাকুণ্ড: উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর বগুলা বাজার, ভাটিয়ারী ও কদমরসুল এলাকায় সংগঠনের নেতা–কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে মহাসড়কে দূরপাল্লার অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে তা মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুপুরে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যানজট পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় বলে জানায় হাইওয়ে পুলিশ।

এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বলেন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচির কারণে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাঁরা কয়েক দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। দীর্ঘ আলাপের পর অবরোধের আড়াই ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতা–কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ওয়াপদা মোড়ে নেতা-কর্মীরা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ আজহার সুলতান রেজবী, সৈয়দ মমতাজ রসুল, রিজওয়ান কাদের, নাদিম মাশরাফি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত