Ajker Patrika

চাটখিলে আটক ভুয়া পুলিশ

প্রতিনিধি
চাটখিলে আটক ভুয়া পুলিশ


চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট রোড এলাকা থেকে সোহাগ মৃধা (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ সকাল থেকে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের দোকানের কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি করে ওই যুবক।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বদলকোর্ট সড়কের আল আমিনের ইলেকট্রনিক দোকান থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সোহাগ মৃধা ফরিদপুর জেলার ভাঙা উপজেলার হামিদ্দি গ্রামের মৃত খোকন মৃধার ছেলে। তিনি একটি কোম্পানির মার্কেটিং এ চাকরি করে এবং চাটখিলের দশগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

স্থানীয় ফারুক হোসেন জানান, মার্কেটিং এ চাকরির সুবাদে চাটখিলে থাকেন সোহাগ মৃধা। রোববার সকালে বদলকোর্ট সড়কের হাজী কোরবান আলী মার্কেটের আল আমিনের ইলেকট্রনিক দোকানে গিয়ে নিজেকে পুলিশ পরিচয় দেন তিনি। পরে দোকানির কাছ থেকে ট্রেড লাইসেন্স দেখতে চান। দোকানি ট্রেড লাইসেন্স দেখানোর পর তিনি জানায় এটা ডিজিটাল করা নেই এ জন্য ব্যবসায়ীকে জরিমানা দিতে হবে। এ সময় ওই ব্যবসায়ী কৌশলে তাঁকে দোকানে বসিয়ে রেখে থানায় খবর দেয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ব্যবসায়ীর অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই প্রতারক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত