হোসাইন জিহাদ
এক যুগ পর লয়েডস লিস্টের তালিকায় ছন্দপতন ঘটল চট্টগ্রাম বন্দরের। ২০২১ সালে বিশ্বের প্রথম ১০০ বন্দরের তালিকায় ৯ ধাপ পিছিয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান দাঁড়িয়েছে ৬৭তম। গত বছর এই অবস্থান ছিল ৫৮তম। এবার চট্টগ্রাম বন্দরের স্থানে ঠাঁই করে নিয়েছে পানামার বালবোয়া বন্দর। সোমবার রাতে ঐতিহ্যবাহী পত্রিকা লয়েডস লিস্টের দেওয়া ১০০ বন্দরের এ তালিকায় এ তথ্য উঠে এসেছে।
তালিকায় ২০০৮ সালের পর থেকে টানা ১২ বছর সামনের দিকে এগিয়েছে চট্টগ্রাম বন্দর। ২০০৮ সালে চট্টগ্রাম বন্দর প্রথমবারের মতো ৯৮তম অবস্থানে উঠে আসে। এরপর ধাপে ধাপে বিশ্বের ৪২টি বন্দরকে পেছনে ফেলে ২০২০ সালে ৫৮তম অবস্থান দখল করে চট্টগ্রাম বন্দর। কিন্তু এবার করোনার কারণে পণ্য পরিবহন কমে যাওয়ায় এই ধারাবাহিকতায় ছেদ পড়ল। মূলত পণ্য ওঠানামা ও সেবার মানের ওপর ভিত্তি করে প্রতিবছর বিশ্বের প্রথম সারির ১০০ বন্দরের তালিকা প্রকাশ করে লয়েডস লিস্ট।
পত্রিকাটির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে এবার কনটেইনার পরিবহন কমেছে ৮ শতাংশ। তালিকায় বন্দরের সেবার মানও বিবেচনা করা হয়েছে। বন্দরটি দিয়ে কনটেইনারে বৈদেশিক বাণিজ্য কমেছে বলেই তালিকায় পিছিয়েছে এটি।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ওনারা ইংরেজি ক্যালেন্ডার বিবেচনায় হিসাব করেন, অর্থবছরের নয়। ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী বৈদেশিক বাণিজ্য কমেছে। এর প্রভাব আমাদের বন্দরেও পড়েছে। এখন সবকিছু স্বাভাবিক হয়েছে, ধীরে ধীরে কনটেইনার ও পণ্য পরিবহন বাড়ছে। তাই আগামী বছর আমরা আরও এগিয়ে যাব বলে আশা করছি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, করোনার কারণে কনটেইনারে পণ্য আমদানি-রপ্তানি কমে যাওয়াই পিছিয়ে পড়ার প্রধান কারণ। দেশে কলকারখানা বন্ধ ছিল। সবারই আমদানি-রপ্তানি কমেছে।
বিজিএমইএর সহসভাপতি রকিবুল আলম চৌধুরী বলেন, গত বছর পোশাকশিল্পের রপ্তানি বাণিজ্য কম হয়েছে। মাঝখানে সারা বিশ্বে লকডাউন ছিল। অনেক ক্রেতা অর্ডার বাতিল করেছে। প্রভাব পড়েছে বন্দরেও।
লয়েডস লিস্টের তালিকায় বরাবরের মতো শীর্ষে রয়েছে চীনের সাংহাই। সেরার তালিকায় দ্বিতীয় অবস্থানটি সিঙ্গাপুর পোর্টের। তৃতীয় চীনের নিংবো-ঝওশান। এ ছাড়া চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম ও নবম অবস্থান অর্জন করেছে যথাক্রমে শেনজেন, গোয়াংজু, হংকং পোর্ট, কুইংদাও, তিয়ানজিন পোর্ট। সপ্তম অবস্থানে আছে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর। দশমে আছে নেদারল্যান্ডসের রোটারডম বন্দর।
এ তালিকায় ২০২০ সালে চট্টগ্রাম বন্দর ৫৮তম। ২০১৯ সালে ৬৪তম। ২০১৮ সালে ছিল ৭০তম।
১৭৩৪ সালে প্রতিষ্ঠিত লয়েডস লিস্ট বিশ্বের সবচেয়ে পুরোনো শিপিং-বিষয়ক সংবাদমাধ্যম। ১৭৩৪ সালে লন্ডনের কফি শপের পত্রিকা হিসেবে যাত্রা শুরু হয়েছিল লয়েডস লিস্টের। জাহাজ ও এ-সংক্রান্ত ব্যবসায় বাণিজ্যের নানা খবর ও বিশ্লেষণ নিয়ে দীর্ঘদিন ধরেই আধিপত্য ধরে রাখা প্রতিষ্ঠানটি পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে অনলাইন সংস্করণ চালু করে।
এক যুগ পর লয়েডস লিস্টের তালিকায় ছন্দপতন ঘটল চট্টগ্রাম বন্দরের। ২০২১ সালে বিশ্বের প্রথম ১০০ বন্দরের তালিকায় ৯ ধাপ পিছিয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান দাঁড়িয়েছে ৬৭তম। গত বছর এই অবস্থান ছিল ৫৮তম। এবার চট্টগ্রাম বন্দরের স্থানে ঠাঁই করে নিয়েছে পানামার বালবোয়া বন্দর। সোমবার রাতে ঐতিহ্যবাহী পত্রিকা লয়েডস লিস্টের দেওয়া ১০০ বন্দরের এ তালিকায় এ তথ্য উঠে এসেছে।
তালিকায় ২০০৮ সালের পর থেকে টানা ১২ বছর সামনের দিকে এগিয়েছে চট্টগ্রাম বন্দর। ২০০৮ সালে চট্টগ্রাম বন্দর প্রথমবারের মতো ৯৮তম অবস্থানে উঠে আসে। এরপর ধাপে ধাপে বিশ্বের ৪২টি বন্দরকে পেছনে ফেলে ২০২০ সালে ৫৮তম অবস্থান দখল করে চট্টগ্রাম বন্দর। কিন্তু এবার করোনার কারণে পণ্য পরিবহন কমে যাওয়ায় এই ধারাবাহিকতায় ছেদ পড়ল। মূলত পণ্য ওঠানামা ও সেবার মানের ওপর ভিত্তি করে প্রতিবছর বিশ্বের প্রথম সারির ১০০ বন্দরের তালিকা প্রকাশ করে লয়েডস লিস্ট।
পত্রিকাটির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে এবার কনটেইনার পরিবহন কমেছে ৮ শতাংশ। তালিকায় বন্দরের সেবার মানও বিবেচনা করা হয়েছে। বন্দরটি দিয়ে কনটেইনারে বৈদেশিক বাণিজ্য কমেছে বলেই তালিকায় পিছিয়েছে এটি।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ওনারা ইংরেজি ক্যালেন্ডার বিবেচনায় হিসাব করেন, অর্থবছরের নয়। ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী বৈদেশিক বাণিজ্য কমেছে। এর প্রভাব আমাদের বন্দরেও পড়েছে। এখন সবকিছু স্বাভাবিক হয়েছে, ধীরে ধীরে কনটেইনার ও পণ্য পরিবহন বাড়ছে। তাই আগামী বছর আমরা আরও এগিয়ে যাব বলে আশা করছি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, করোনার কারণে কনটেইনারে পণ্য আমদানি-রপ্তানি কমে যাওয়াই পিছিয়ে পড়ার প্রধান কারণ। দেশে কলকারখানা বন্ধ ছিল। সবারই আমদানি-রপ্তানি কমেছে।
বিজিএমইএর সহসভাপতি রকিবুল আলম চৌধুরী বলেন, গত বছর পোশাকশিল্পের রপ্তানি বাণিজ্য কম হয়েছে। মাঝখানে সারা বিশ্বে লকডাউন ছিল। অনেক ক্রেতা অর্ডার বাতিল করেছে। প্রভাব পড়েছে বন্দরেও।
লয়েডস লিস্টের তালিকায় বরাবরের মতো শীর্ষে রয়েছে চীনের সাংহাই। সেরার তালিকায় দ্বিতীয় অবস্থানটি সিঙ্গাপুর পোর্টের। তৃতীয় চীনের নিংবো-ঝওশান। এ ছাড়া চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম ও নবম অবস্থান অর্জন করেছে যথাক্রমে শেনজেন, গোয়াংজু, হংকং পোর্ট, কুইংদাও, তিয়ানজিন পোর্ট। সপ্তম অবস্থানে আছে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর। দশমে আছে নেদারল্যান্ডসের রোটারডম বন্দর।
এ তালিকায় ২০২০ সালে চট্টগ্রাম বন্দর ৫৮তম। ২০১৯ সালে ৬৪তম। ২০১৮ সালে ছিল ৭০তম।
১৭৩৪ সালে প্রতিষ্ঠিত লয়েডস লিস্ট বিশ্বের সবচেয়ে পুরোনো শিপিং-বিষয়ক সংবাদমাধ্যম। ১৭৩৪ সালে লন্ডনের কফি শপের পত্রিকা হিসেবে যাত্রা শুরু হয়েছিল লয়েডস লিস্টের। জাহাজ ও এ-সংক্রান্ত ব্যবসায় বাণিজ্যের নানা খবর ও বিশ্লেষণ নিয়ে দীর্ঘদিন ধরেই আধিপত্য ধরে রাখা প্রতিষ্ঠানটি পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে অনলাইন সংস্করণ চালু করে।
চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এ শাটডাউন কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
৪ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডে মনির আহমেদ নামের এক আবাসন ব্যবসায়ীর বাড়িতে আবার গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে গত ২৪ মার্চ ওই বাড়িতে গুলির ঘটনা ঘটে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১৬ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করার অভিযোগে অমর চান সরকার (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উত্তরখান মৈনারটেকের চৌরাবাড়ি (ব্যাঙ্গারবাড়ি) এলাকা থেকে সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশ। আটক হওয়া ওই ব্যক্তি হলেন উত্তরখানের মৈনারটেকের চৌরাবাড়ি এলাকার বজরাজের...
১ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকা থেকে হুমায়ুন কবির (৪৫) নামের এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের পরিবহন শাখায় কর্মরত ছিলেন। আজ সোমবার সকালে যাত্রাবাড়ী থানার দক্ষিণ সায়েদাবাদের দয়াগঞ্জ হাজী চান মিয়া রোডের একটি বাসার সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে