Ajker Patrika

আখাউড়ায় ব্যালট বাক্স ছিনতাই, পুকুর থেকে উদ্ধার করল পুলিশ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৪, ১৮: ১০
আখাউড়ায় ব্যালট বাক্স ছিনতাই, পুকুর থেকে উদ্ধার করল পুলিশ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার পৌর শহরের দেবগ্রাম ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পুকুর থেকে ব্যালট বাক্সটি উদ্ধার করে। 

জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভূঁইয়ার সমর্থক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা ও তাঁর ছোট ভাই শাহীন মোল্লা লোকজন নিয়ে দেবগ্রামে কেন্দ্রে ঢুকে একটি ব্যালট বাক্স নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ধাওয়া করলে তাঁরা পার্শ্ববর্তী পুকুরে ব্যালট বাক্সটি ফেলে দেন। পরে পুলিশ পুকুর থেকে ভাসমান অবস্থায় ব্যালট বাক্সটি উদ্ধার করে। 

আখাউড়ায় ছিনতাই হওয়া ব্যালট বাক্স পুকুর থেকে উদ্ধারখবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ফরহাদ শামীম। এ সময় তিনি ব্যালট বাক্সটি দেখে এর ভোটগুলো অক্ষত অবস্থা থাকায় তা গণনার জন্য প্রিসাইডিং কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিনকে নির্দেশ দেন।আখাউড়ায় ছিনতাই হওয়া ব্যালট বাক্স পুকুর থেকে উদ্ধার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত