Ajker Patrika

হোমনায় রূপচাঁদা নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৩, ১২: ২৮
হোমনায় রূপচাঁদা নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ

হোমনার পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাছ পিরানহা। অনেকটা রূপচাঁদার মতো দেখতে হওয়ায় এবং এই মাছ সম্পর্কে গ্রামের সাধারণ মানুষের ধারণা না থাকার সুযোগ নিয়ে প্রতারণা করে আসছেন অসাধু মাছ বিক্রেতারা। এই মাছ বিক্রি বন্ধে স্থানীয় প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
 
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন হাটবাজারসহ গ্রামে গ্রামে গিয়ে ফেরি করে রূপচাঁদা বলে বিক্রি করা হচ্ছে নিষিদ্ধ পিরানহা। নিষিদ্ধ এই মাছ কেন বিক্রি করেন জানতে চাইলে আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীমদ্দি জলিল চেয়ারম্যান বাড়ির সামনের সড়কের মাছ বিক্রেতা প্রদীপ দাস বলেন, ‘আমরা এই মাছ আড়ত থেকে কিনে আনছি। আড়ত থেকে বলা হয়েছে এটা অস্ট্রেলিয়ান রূপচাঁদা। এই মাছ নিষিদ্ধ জানি না।’ এই মাছ নিষিদ্ধ ও ক্ষতিকারক হলে আর বিক্রি করবেন না বলেও জানান তিনি।

পিরানহা মাছ কিনে প্রতারণার শিকার মো. আবুল বাশার বলেন, ‘রূপচাঁদা মাছ অত্যন্ত সুস্বাদু। আমি বিয়ের অনুষ্ঠানে খেয়েছি। এটা রূপচাঁদা মাছ শুনে পরিবারের সদস্যদের খাওয়ানোর জন্য আজ আড়াই শ টাকা কেজিতে এক কেজি  কিনলাম।’

উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেনুর মিয়া বলেন, পিরানহা রাক্ষুসে মাছ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ জন্য সরকার ও মৎস্য অধিদপ্তর ২০১৪ সালের জুন থেকে পিরানহা মাছের পোনা উৎপাদন, চাষ, বংশবৃদ্ধি, বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করে। উপজেলায় যদি কেউ নিষিদ্ধ এই মাছ বিক্রি করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত