Ajker Patrika

পার্বত্য চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম 
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২৩: ৫১
পার্বত্য চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার থেকে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার সেনা ইউনিটগুলো থেকে স্থানীয় বন্যার্তদের মাঝে প্রাথমিকভাবে বিশুদ্ধ পানি, শুকনা খাবার—চিড়া, মুড়ি, গুড়, খেজুরসহ জীবন রক্ষাকারী ওষুধ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি জরুরি ভিত্তিতে বিতরণ করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বিমানবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণসামগ্রী বান্দরবানে পাঠানো হয়। প্রাথমিকভাবে বিশুদ্ধ পানি, শুকনা খাবার—চিড়া, মুড়ি, গুড়, খেজুরসহ জীবন রক্ষাকারী ওষুধ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পাঠানো হয়। 

বান্দরবান জেলা প্রশাসন সূত্র জানায়, সেনাবাহিনী ও জেলা প্রশাসন একসঙ্গে সমন্বয়ের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। তারা প্রথমে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহের কাজ করতেছে। দ্বিতীয় ধাপে প্রত্যন্ত উপজেলাগুলোর সঙ্গে পাহাড় ধসে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগব্যবস্থা পুনস্থাপনে করছে। বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার সঙ্গে বন্ধ হয়ে যায়।পার্বত্য চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য হেলিকপ্টারে ত্রাণ নিয়ে যান সেনাবাহিনীর সদস্যরা।থানচির বলিপাড়া বিজিবির পক্ষ থেকে আশ্রয়শিবিরে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করা হয়। রাঙামাটি সাজেক-খাগড়াছড়ি সড়ক আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত বন্ধ ছিল। একইভাবে খাগড়াছড়ি জেলার মহালছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা সেনাবাহিনীর ইউনিট এবং রামগড় বিজিবির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও বিশুদ্ধ পানিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। রাঙামাটির নানিয়ারচর বাঘাইহাট সেনা জোন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া সেনাবাহিনীর চিকিৎসাসেবায় মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স প্রভৃতি প্রস্তুত রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত