চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম মনোনয়ন পাননি। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জাফর আলম আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বতন্ত্র ভোট করার জন্য বলেছেন। এ আসন জোটের সঙ্গে ভাগাভাগির একটি বিষয়ও আছে। আমি স্বাধীনভাবে ভোটে দাঁড়াতে চাই।’
দলীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-১ আসনে ২০১৩ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান জাফর আলম। জোটগতভাবে এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হয়। পরে তিনি ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে জাফর আলমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল, চিংড়িঘের দখল, দলীয় নেতা-কর্মীদের অত্যাচার, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা, দলীয় প্রার্থীদের পরাজিত করিয়ে নিজের পছন্দের লোকদের জয়ী করা, অস্ত্রধারী নিয়ে মিছিল করে সমালোচিত হন সংসদ সদস্য জাফর আলম। এসব অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা আজকের পত্রিকাকে বলেন, ‘দল মনোনীত প্রার্থীর পক্ষেই আমরা কাজ করব। কীভাবে কাজ করতে হবে তা নিয়ে দলের পক্ষ থেকে এখনো দিকনির্দেশনা আসেনি। নেত্রী নির্বাচন গ্রহণযোগ্য করতে নির্দেশনা দিয়েছেন। দলের প্রার্থীদের পক্ষেই কাজ করতে হবে।’
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সরওয়ার আলম বলেন, ‘জাফর আলম এমপি হয়ে দলীয় নেতা-কর্মীদের নির্যাতন করেছেন। এমপির সঙ্গে দলের সিনিয়র নেতাদের সম্পর্ক নেই। তিনি দলের চেয়ে নিজের দল ভারী করেছেন।’
আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দিন আহমদকে রাজাকারেরপুত্র আখ্যা দিয়ে জাফর আলম বলেন, ‘৪৩ বছর নৌকা আমার এলাকায় ডুবে গিয়েছিল। নৌকাটা কোনোভাবে পুনরুদ্ধার করেছিলাম। আমি চাই না, নৌকাটা আবারও তিনবারের পরাজিত একজন রাজাকারপুত্র সালাহ উদ্দিনের হাতে যাক। তাই আমি ট্রাক প্রতীক নিয়েছি। আমি সালাহ উদ্দিনের জামানত বাজেয়াপ্ত করেই বিজয়ী হব।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম মনোনয়ন পাননি। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জাফর আলম আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বতন্ত্র ভোট করার জন্য বলেছেন। এ আসন জোটের সঙ্গে ভাগাভাগির একটি বিষয়ও আছে। আমি স্বাধীনভাবে ভোটে দাঁড়াতে চাই।’
দলীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার-১ আসনে ২০১৩ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান জাফর আলম। জোটগতভাবে এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হয়। পরে তিনি ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে জাফর আলমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল, চিংড়িঘের দখল, দলীয় নেতা-কর্মীদের অত্যাচার, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা, দলীয় প্রার্থীদের পরাজিত করিয়ে নিজের পছন্দের লোকদের জয়ী করা, অস্ত্রধারী নিয়ে মিছিল করে সমালোচিত হন সংসদ সদস্য জাফর আলম। এসব অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা আজকের পত্রিকাকে বলেন, ‘দল মনোনীত প্রার্থীর পক্ষেই আমরা কাজ করব। কীভাবে কাজ করতে হবে তা নিয়ে দলের পক্ষ থেকে এখনো দিকনির্দেশনা আসেনি। নেত্রী নির্বাচন গ্রহণযোগ্য করতে নির্দেশনা দিয়েছেন। দলের প্রার্থীদের পক্ষেই কাজ করতে হবে।’
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সরওয়ার আলম বলেন, ‘জাফর আলম এমপি হয়ে দলীয় নেতা-কর্মীদের নির্যাতন করেছেন। এমপির সঙ্গে দলের সিনিয়র নেতাদের সম্পর্ক নেই। তিনি দলের চেয়ে নিজের দল ভারী করেছেন।’
আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দিন আহমদকে রাজাকারেরপুত্র আখ্যা দিয়ে জাফর আলম বলেন, ‘৪৩ বছর নৌকা আমার এলাকায় ডুবে গিয়েছিল। নৌকাটা কোনোভাবে পুনরুদ্ধার করেছিলাম। আমি চাই না, নৌকাটা আবারও তিনবারের পরাজিত একজন রাজাকারপুত্র সালাহ উদ্দিনের হাতে যাক। তাই আমি ট্রাক প্রতীক নিয়েছি। আমি সালাহ উদ্দিনের জামানত বাজেয়াপ্ত করেই বিজয়ী হব।’
বরিশালের মুলাদী-রহমতপুর মহাসড়কের মীরগঞ্জ ফেরিঘাটে সরকারি নতুন বইসহ একজনকে আটক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। শুক্রবার (২ মে) বেলা ৩টার দিকে গোয়েন্দাদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ বইসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
২৬ মিনিট আগেকক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় অপহৃত চার রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তাঁরা ছাড়া পেয়ে টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জে একটি বাড়ির ভেতরে গড়ে তোলা হয়েছিল মিনি ‘আয়নাঘর’। সেখানে মানুষকে আটকে রেখে নির্যাতন, চাঁদাবাজি, জমি লিখে নেওয়া ও কিডনি বিক্রির মতো অভিযোগে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। শুক্রবার (২ মে) ভোরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে ঘরটির সন্ধান মেলে।
১ ঘণ্টা আগেস্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রোধের জন্য করা সব ‘কালো আইন’ বাতিলের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রতিবছর ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্য থেকে বিশ্ব মুক্ত
১ ঘণ্টা আগে