Ajker Patrika

মুলাদীতে সরকারি বইসহ আটক ১

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
জব্দ করা বই। ছবি: আজকের পত্রিকা
জব্দ করা বই। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদী-রহমতপুর মহাসড়কের মীরগঞ্জ ফেরিঘাটে সরকারি নতুন বইসহ একজনকে আটক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। শুক্রবার (২ মে) বেলা ৩টার দিকে গোয়েন্দাদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ বইসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক ব্যক্তির নাম আব্দুর রহমান কাজি। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়নের বালিগ্রামের আলী আকবর কাজির ছেলে। তিনি মুলাদী মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে বইগুলো কিনেছেন বলে দাবি করেন। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক আব্দুর রহমান কাজি জানান, মুলাদী মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী মো. শফিক মাহমুদ বইগুলো বিক্রি করেছেন। তবে শফিক মাহমুদ বই বিক্রির কথা অস্বীকার করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, শুক্রবার গুদাম থেকে কাউকে বই বিতরণ করা হয় না। নৈশপ্রহরী শফিক মাহমুদ দুদিনের ছুটিতে রয়েছেন। কীভাবে গুদাম থেকে বই বের হয়েছে, বিষয়টি তদন্ত করে বলা যাবে।

বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, সরকারি বইসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত