দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
‘এই সড়ক নিয়ে অনেক আশা ছিল আমাদের। কিন্তু সড়ক নির্মাণকাজে যেই খোয়া দেওয়া হয়েছে তা চুলার লাল মাটির থেকেও নরম। পায়ের গোড়ালির আঘাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এ শুধু খোয়া ভেঙে যাওয়া নয়, আমাদের স্বপ্নও ভেঙে যাচ্ছে এসব অনিয়ম আর দুর্নীতিতে।’
কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রতলা-ভরনপাড়া-চশই সড়ক সংস্কার ও পুনর্নির্মাণ মান নিয়ে কথাগুলো বলছিলেন ওই এলাকার বাসিন্দা ভরপাড়া গ্রামের আবদুল হামিদ ও আবদুল কুদ্দুস।
আজ বুধবার সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে। শুধু আবদুল হামিদ ও আবদুল কুদ্দুস নয়, মারুকা ইউনিয়ন পরিষদ এলাকার এ সড়ক নিয়ে আরও অনেকের অভিযোগ, রাস্তা তৈরির নামে এখানে চলছে পুকুর চুরি। নিম্নমান ও নম্বরবিহীন এবং রাস্তার পুরোনো এসব ইটের খোয়া ব্যবহার করছে ঠিকাদার। তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন চোখের সামনে ভেস্তে যাচ্ছে। দেখার কেউ নেই।
স্থানীয়রা জানান, সড়ক সংস্কারে নিম্নমানের ইট ব্যবহার নিয়ে বাধা দিলেও শুনছেন না ঠিকাদারের লোকজন। শাহজাহান নামের এক পথচারী আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তার কাজের গতি ধীর। তারপর আবার দেওয়া হচ্ছে নিম্নমানের খোয়া, যা চুলার মাটির চেয়েও নরম। পা দিয়ে চাপ দিলেই ভেঙে যায়। আমাদের এলাকার চুলার মাটিও এসব খোয়ার চেয়ে ভালো।’
অটোরিকশাচালক কবির বলেন, ‘আমাদের দুর্দশা দূর করতে রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু ঠিকাদারের দুর্নীতির কারণে আমরা এর সুফল থেকে বঞ্চিত হব। নম্বরবিহীন ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ চলছে। এ রাস্তা বেশি দিন টিকবে কীভাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
মারুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম শাজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি ঠিকাদারের লোকজনকে একাধিকবার বললেও শোনেনি। পরে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের মালিক আমিনুল ইসলামকে একাধিকবার মোবাইল ফোন করার পর তিনি বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলব।’
দাউদকান্দি উপজেলা প্রকৌশলী খন্দকার আফসার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘চক্রতলা-চশই সড়কটি প্রায় ৬৫ লাখ ব্যয়ে সংস্কার কাজ চলছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের মৌখিক অভিযোগ পেয়েছি। সরেজমিনে লোক পাঠিয়েছি। সত্যতা পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
‘এই সড়ক নিয়ে অনেক আশা ছিল আমাদের। কিন্তু সড়ক নির্মাণকাজে যেই খোয়া দেওয়া হয়েছে তা চুলার লাল মাটির থেকেও নরম। পায়ের গোড়ালির আঘাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এ শুধু খোয়া ভেঙে যাওয়া নয়, আমাদের স্বপ্নও ভেঙে যাচ্ছে এসব অনিয়ম আর দুর্নীতিতে।’
কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রতলা-ভরনপাড়া-চশই সড়ক সংস্কার ও পুনর্নির্মাণ মান নিয়ে কথাগুলো বলছিলেন ওই এলাকার বাসিন্দা ভরপাড়া গ্রামের আবদুল হামিদ ও আবদুল কুদ্দুস।
আজ বুধবার সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে। শুধু আবদুল হামিদ ও আবদুল কুদ্দুস নয়, মারুকা ইউনিয়ন পরিষদ এলাকার এ সড়ক নিয়ে আরও অনেকের অভিযোগ, রাস্তা তৈরির নামে এখানে চলছে পুকুর চুরি। নিম্নমান ও নম্বরবিহীন এবং রাস্তার পুরোনো এসব ইটের খোয়া ব্যবহার করছে ঠিকাদার। তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন চোখের সামনে ভেস্তে যাচ্ছে। দেখার কেউ নেই।
স্থানীয়রা জানান, সড়ক সংস্কারে নিম্নমানের ইট ব্যবহার নিয়ে বাধা দিলেও শুনছেন না ঠিকাদারের লোকজন। শাহজাহান নামের এক পথচারী আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তার কাজের গতি ধীর। তারপর আবার দেওয়া হচ্ছে নিম্নমানের খোয়া, যা চুলার মাটির চেয়েও নরম। পা দিয়ে চাপ দিলেই ভেঙে যায়। আমাদের এলাকার চুলার মাটিও এসব খোয়ার চেয়ে ভালো।’
অটোরিকশাচালক কবির বলেন, ‘আমাদের দুর্দশা দূর করতে রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু ঠিকাদারের দুর্নীতির কারণে আমরা এর সুফল থেকে বঞ্চিত হব। নম্বরবিহীন ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ চলছে। এ রাস্তা বেশি দিন টিকবে কীভাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
মারুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম শাজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি ঠিকাদারের লোকজনকে একাধিকবার বললেও শোনেনি। পরে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের মালিক আমিনুল ইসলামকে একাধিকবার মোবাইল ফোন করার পর তিনি বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলব।’
দাউদকান্দি উপজেলা প্রকৌশলী খন্দকার আফসার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘চক্রতলা-চশই সড়কটি প্রায় ৬৫ লাখ ব্যয়ে সংস্কার কাজ চলছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের মৌখিক অভিযোগ পেয়েছি। সরেজমিনে লোক পাঠিয়েছি। সত্যতা পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
৩৪ মিনিট আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে