সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরে ৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাঁদের পালাতে সাহায্যকারী দুই দালালকেও আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাত ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট থেকে তাঁদের আটক করা হয়। তবে এ সময় আরও একজন পুরুষ রোহিঙ্গা পালিয়ে গেছেন বলে জানা গেছে।
আটক রোহিঙ্গারা হলেন ভাসানচর আশ্রয়ণের ১২ নম্বর ক্লাস্টারের সামছুল আলমের ছেলে নুরুল হাকিম (২৬), ৮১ নম্বর ক্লাস্টারের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আলম (২৪), ৮৭ নম্বর ক্লাস্টারের হাছানের ছেলে আলী আহছান (২৭), একই ক্লাস্টারের বদির আহছানের মেয়ে সোনা মেহের (১৮), আলী আহছানের মেয়ে ইয়াছমিন (১০ মাস), মোহাম্মদ শরীফের মেয়ে ফিরোজা (২২) ও আলী হাছানের শিশু ছেলে একরাম।
আটক দালালেরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের চরমাছিমুন গ্রামের নুরু আমিন (৫০) ও একই গ্রামের ইউছুপ (১৯)।
আটকেরা জানান, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে সোমবার রাতে ভাসানচর ক্যাম্পের ৯ নম্বর ক্লাস্টারের রোহিঙ্গা দালাল খায়রুল আমিনের সহযোগিতায় স্থানীয় দালালদের মাধ্যমে বের হয়ে আসেন ৮ রোহিঙ্গা। রাতে দালালেরা নৌকায় তাঁদের সুবর্ণচরের মোহাম্মদপুর বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে দুই দালালও ছিল। গভীর রাতে ঘুরতে দেখে স্থানীয়রা দালালসহ তাঁদের আটক করেন। এ সময় একজন রোহিঙ্গা পালিয়ে যান।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সুবর্ণচরে ৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাঁদের পালাতে সাহায্যকারী দুই দালালকেও আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাত ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট থেকে তাঁদের আটক করা হয়। তবে এ সময় আরও একজন পুরুষ রোহিঙ্গা পালিয়ে গেছেন বলে জানা গেছে।
আটক রোহিঙ্গারা হলেন ভাসানচর আশ্রয়ণের ১২ নম্বর ক্লাস্টারের সামছুল আলমের ছেলে নুরুল হাকিম (২৬), ৮১ নম্বর ক্লাস্টারের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আলম (২৪), ৮৭ নম্বর ক্লাস্টারের হাছানের ছেলে আলী আহছান (২৭), একই ক্লাস্টারের বদির আহছানের মেয়ে সোনা মেহের (১৮), আলী আহছানের মেয়ে ইয়াছমিন (১০ মাস), মোহাম্মদ শরীফের মেয়ে ফিরোজা (২২) ও আলী হাছানের শিশু ছেলে একরাম।
আটক দালালেরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের চরমাছিমুন গ্রামের নুরু আমিন (৫০) ও একই গ্রামের ইউছুপ (১৯)।
আটকেরা জানান, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে সোমবার রাতে ভাসানচর ক্যাম্পের ৯ নম্বর ক্লাস্টারের রোহিঙ্গা দালাল খায়রুল আমিনের সহযোগিতায় স্থানীয় দালালদের মাধ্যমে বের হয়ে আসেন ৮ রোহিঙ্গা। রাতে দালালেরা নৌকায় তাঁদের সুবর্ণচরের মোহাম্মদপুর বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে দুই দালালও ছিল। গভীর রাতে ঘুরতে দেখে স্থানীয়রা দালালসহ তাঁদের আটক করেন। এ সময় একজন রোহিঙ্গা পালিয়ে যান।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে বদলি করা হয়। এর আগে ২ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকেরা ওস
২ মিনিট আগেবাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
১০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৭ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪২ মিনিট আগে