Ajker Patrika

খাগড়াছড়ির ৩ খেলোয়াড় ও সহকারী কোচের জন্য ৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১০: ৫৮
খাগড়াছড়ির ৩ খেলোয়াড় ও সহকারী কোচের জন্য ৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা

নেপালে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩-১ গোলে। দলের এই অর্জনের বড় অংশীদার পাহাড়ি জেলা খাগড়াছড়ি। খাগড়াছড়ির তিন নারী ফুটবলার ছাড়াও বাংলাদেশ দলে ছিলেন সহকারী কোচ তৃষ্ণা চাকমা। দল শিরোপা জেতায় এই চারজনের জন্য ৪ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। 

দলে থাকা তিন ফুটবলার হলেন মনিকা চাকমা, আনাই ও আনুচিং মগিনী। মনিকা বাংলাদেশ দলের মাঝমাঠের অন্যতম ভরসার নাম। সঙ্গে দলের সহকারী কোচ হিসেবে ছিলেন তৃষ্ণা চাকমা। শিরোপা জেতার খবরে বাংলাদেশের নারী ফুটবল দলের এই তিন ফুটবলার ও কোচের জন্য ৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। শিরোপাজয়ের পরপরই খাগড়াছড়ি জেলা প্রশাসনের ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। 

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের এই জয়ের বড় অংশীদার খাগড়াছড়ির ফুটবলাররাও। তাদের এই অর্জনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ফুটবলার ও এক কোচের প্রত্যেককে ১ লাখ টাকা করে চার লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। টিমের রূপনা চাকমা যেহেতু রাঙামাটির, তাই তার বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসনই সিদ্ধান্ত নেবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

সিএমএইচে মাগুরার শিশুটির অবস্থা অপরিবর্তিত: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত