Ajker Patrika

মালিবাগে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৯: ২৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগ ডিআইটি রোডের একটি আবাসিক হোটেল থেকে আলমগীর খান (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।

আজ বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আবাসিক হোটেল আল-ইসলামের চারতলার একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে রামপুরা থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হোটেল কর্তৃপক্ষের সংবাদে ঘটনাস্থলে যাই। পরে ওই আবাসিক হোটেল আল-ইসলামের চারতলার ৪১০ নম্বর কক্ষের বিছানা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তবে সে সময় দরজা খোলা অবস্থায় ছিল। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

কাজী আবু জুবাইর আরও জানান, মৃত আলমগীরের বাড়ি শরীয়তপুর জেলার পালং উপজেলার চব্বিশরশি গ্রামে। বাবার নাম আব্দুল মজিদ খান। এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। ৩ আগস্ট ওই ব্যক্তি চিকিৎসার জন্য হোটেলে ওঠেন। গত রাত সাড়ে ৩টার দিকে হোটেল ম্যানেজারের কাছে গ্যাস্টিকের ট্যাবলেট কিনে আনতে বলেন। পরে ম্যানেজার বাইরে থেকে ওষুধ এনে দেন। পরে ভোর পৌনে ৪টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত