Ajker Patrika

মাওলানা লুৎফর রহমান হাসপাতালে ভর্তি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
মাওলানা লুৎফর রহমান হাসপাতালে ভর্তি

লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা মাওলানা লুৎফর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। মাওলানা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন।

মাওলানা লুৎফর রহমানের ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার বলেন, আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে তাঁর বাবা রামগঞ্জের করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে গেলে দ্রুত তাঁকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকায় পাঠানো হয়। 

সালমান মোহাম্মদ আম্মার আরও বলেন, চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০২১ সালে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন তাঁর বাবা। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আজ তাঁর মেজর স্ট্রোক হয়েছে। 

মাওলানা লুৎফর রহমানের পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত