Ajker Patrika

৯ শর্তে পণ্য ব্যবস্থাপনার সাময়িক অনুমতি পেল বিএম ডিপো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৯ শর্তে পণ্য ব্যবস্থাপনার সাময়িক অনুমতি পেল বিএম ডিপো

প্রায় সাড়ে চার মাস আগে অগ্নি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো লিমিটেড পোশাক খাতের রপ্তানি পণ্য ব্যবস্থাপনার ৯ শর্তে সাময়িক অনুমোদন পেয়েছে। গতকাল মঙ্গলবার কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান তিন মাসের জন্য সাময়িক এই অনুমোদন দেন।

চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুধু কাস্টমস শুধু সাময়িক অনুমতি দিয়েছে। বন্দর থেকে অনাপত্তি নিতে হবে।’

৯টি শর্তের মধ্যে রয়েছে—বন্দরের অনাপত্তি, ডিপো-সংশ্লিষ্ট সব ধরনের নীতিমালা প্রতিপালন, অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা, বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার নীতিমালা বাস্তবায়ন ইত্যাদি। শর্তগুলো প্রতিপালন করা না হলে তিন মাস পর এই অনুমোদন বাতিল হয়ে যাবে বলে কাস্টমস কর্তৃপক্ষ চিঠিতে উল্লেখ করেছে। 

এ সর্ম্পকে বিএম ডিপো ব্যবস্থাপক মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার কাস্টমস থেকে পোশাক খাতের রপ্তানি পণ্য ব্যবস্থাপনার অনুমোদন দিয়েছে এবং আজ বুধবার থেকেই রপ্তানি পণ্য ব্যবস্থাপনার সব কাজ আগের মত শুরু হয়েছে।

গত ৪ জুন রাতে বিএম ডিপোতে আগুন থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের ১৩ সদস্যসহ ৫১ ব্যক্তি নিহত হন। আহত হন দুই শতাধিক ব্যক্তি। অগ্নি বিস্ফোরণে ডিপোর একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। দুর্ঘটনায় রপ্তানি পণ্যবাহী ১৫৪ কনটেইনার ও আমদানি পণ্যবাহী দুটি কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতি পাওয়া চট্টগ্রামের ২০টি কনটেইনার ডিপোর একটি বিএম ডিপো। দুর্ঘটনার আগে বিএম ডিপোতে মোট আমদানি-রপ্তানি পণ্যের ৮ শতাংশ ব্যবস্থাপনা হতো। 

এর আগে ২২ আগস্ট দুটি শর্তে খালি কনটেইনার সংরক্ষণ ও ওঠানো-নামানোর অনুমোদন পেয়েছিল ডিপোটি। চট্টগ্রাম বন্দর ও বেসরকারি কনটেইনার ডিপো সমিতির তথ্য অনুযায়ী, কার্যক্রম শুরুর পর সোমবার পর্যন্ত বিএম ডিপোতে ১ হাজার ৩৭৩ একক খালি কনটেইনার ওঠানো–নামানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত