Ajker Patrika

চাটখিলে বিদ্যুতের তারে জড়িতে একজনের নিহত

প্রতিনিধি, নোয়াখালী
চাটখিলে বিদ্যুতের তারে জড়িতে একজনের নিহত

নোয়াখালীর চাটখিলে বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ হোসেন মধু (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে মল্লিকা বাড়ি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন উপজেলার সুন্দপুর এলাকার মধু মল্লিকা বাড়ির আব্দুর রবের ছেলে। তাঁর এক মেয়ে ও দুই ছেলে আছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ফজরের নাম পড়তে পার্শ্ববর্তী মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মধু। এ সময় সড়কে পড়ে থাকা পল্লিবিদ্যুতের মূল লাইনের একটি ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর পাশে বাড়ির এক মহিলা মধুর লাশ দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। পড়ে বিষয়টি বিদ্যুৎ অফিসে জানান তাঁরা। 

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, এ ঘটনার জন্য পল্লিবিদ্যুৎ কার্যালয়ের লোকজন দায়ী। বিদ্যুতের তার ছিঁড়ে গেলে তাঁরা সময়মতো তা মেরামত করে না। তাঁদের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে পল্লিবিদ্যুৎ চাটখিলের ডিজিএম এর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি। 

চাটখিল থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত