Ajker Patrika

চাঁদপুরে মেঘনার পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নদীতীরবর্তী এলাকা

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের সেচ প্রকল্পের বাইরে সড়ক ও বাড়িঘর তলিয়ে গেছে। আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের সেচ প্রকল্পের বাইরে সড়ক ও বাড়িঘর তলিয়ে গেছে। আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: আজকের পত্রিকা

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়, আজ শুক্রবার বিকেলে জোয়ারের সময় মেঘনার পানি বিপৎসীমার ৪ পয়েন্ট ছাড়িয়ে যায়। নদীর পানি তখন বিপৎসীমার চেয়ে ৪ দশমিক ২১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছিল।

আজ বেলা সাড়ে ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, মেঘনার পানির উচ্চতা অনেক বেড়েছে। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নদীতীরবর্তী এলাকায় পানি ঢুকছে। শহর রক্ষা বাঁধের পুরান বাজার এলাকায় নদীর পানি সড়কের সমান অবস্থায় রয়েছে।

শহরের পুরান বাজার রনাগোয়াল এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম ও ভুলু বলেন, ‘গতকাল পানি কিছুটা কম ছিল। আজ বিকেল থেকে বাতাসের তীব্রতার সঙ্গে নদীর ঢেউ বেড়েছে। এ সময় আমাদের দোকানে পানি উঠে যায়। পানির কারণে দোকানের মালপত্র সরিয়ে নিয়েছি।’

সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকার বাসিন্দা মনির শেখ বলেন, ‘ফেরিঘাট এলাকায় পানি রাস্তার সমান। আশপাশের নিচু সড়কে পানি উঠেছে। পার্শ্ববর্তী চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ গাজী বলেন, সেচ প্রকল্পের বাইরে সব বাড়ি, রাস্তা ও পুকুরে পানি ঢুকে প্লাবিত হয়েছে। আমার পুকুরে মাছ চাষ করা হয়েছে। ওই পুকুরেও নদীর পানি ঢুকে গেছে।’ তিনি বলেন, আজ বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ার পর থেকে পানি বেড়েছে। এতে মাছচাষিদের বেশি ক্ষতি হবে এবং পাকা সড়কগুলো ক্ষতিগ্রস্ত হবে।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল হক বলেন, চলতি মাসের মিটিংয়ে পানি বাড়ার বিষয়ে মাছচাষিদের সাবধান করা হয়েছে। তাঁদের বলা হয়েছে, ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত পানি বাড়বে। এ ছাড়া উপজেলা মৎস্য বিভাগ থেকে জেলেদের সতর্ক করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা শাহ মো. শোয়েব বলেন, নিম্নচাপের কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেতে ১ থেকে ৩ ফুট বৃদ্ধি পাবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক বলেন, ‘নদীর পানি বৃদ্ধির বিষয়টি আমরা অবগত। আমাদের কর্মকর্তারাও সতর্ক রয়েছেন। তবে মেঘনার পানির উচ্চতা বাড়লেও বেশি সময় স্থায়ী হয় না। আজ বিকেলে জোয়ারের সময় মেঘনার পানি বিপৎসীমা পেরিয়ে ৪.২১ সেন্টিমিটারে দাঁড়ায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত