Ajker Patrika

নির্যাতনের শিকার নেতা-কর্মীদের পাশে দাঁড়াবে ‘জিয়া রেমিট্যান্স ফোর্স’

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৬: ৫৪
Thumbnail image

মামলা, হামলা ও সরকারদলীয় নেতা-কর্মীদের দ্বারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার বিএনপির নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ‘জিয়া রেমিট্যান্স ফোর্স’ রামগঞ্জ সেক্টর। 

গতকাল বৃহস্পতিবার রাতে রামগঞ্জ পৌর এলাকার রেস্তোরাঁয় উপজেলা নেতাদের সম্মতিতে প্রবাসী দীলিপ কুমার ছোটন ও সাধারণ সম্পাদক হিসেবে জামাল চৌধুরী জীবনকে নির্বাচিত করা হয়। 

উদ্বোধনের আগে লক্ষ্মীপুর জেলা বিএনপির পদযাত্রায় পুলিশের গুলি ও হামলায় রামগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের আহত পাঁচ নেতা-কর্মীকে অনুদান দেওয়া হয়। 

রামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদের সঞ্চালনায়, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক জিএস লকিয়ত উল্যা চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি আলোচনা করেন রামগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাম্মেল হক মজু।

আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তোফাজ্জল হোসেন বাচ্চুসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত