Ajker Patrika

মেঘনায় ট্রলার থেকে ১৫০ মণ জাটকা জব্দ 

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৫: ৪১
Thumbnail image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৫০ মণ (৬ হাজার কেজি) জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়েছে। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ১৭টি এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

খন্দকার মুনিফ তকি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ (শনিবার) ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুরের সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লক্ষ্মীচরসংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত স্টিলবডির ট্রলারে তল্লাশি করে আনুমানিক ৬ হাজার কেজি (১৫০ মণ) জাটকা জব্দ করা হয়। ট্রলারে জাটকার মালিক দাবি করা কাউকে না পাওয়ায় কোনো আসামি আটক হয়নি। অভিযানে মতলব উত্তর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ১৭টি এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।’ 

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, বেচাকেনা, মজুত ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। কেউ মৎস্য আইন অমান্য করলে দুই বছরের সর্বোচ্চ কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত