Ajker Patrika

অলিগলি ঘুরে ঘুরে ভোটারদের প্রত্যাশার কথা শুনছেন নওফেল

জমির উদ্দিন, চট্টগ্রাম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০০: ২৯
অলিগলি ঘুরে ঘুরে ভোটারদের প্রত্যাশার কথা শুনছেন নওফেল

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার বউবাজার এলাকা। ভোট চেয়ে প্রচার চালাচ্ছিলেন এই আসনের (চট্টগ্রাম-৯) নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাঁকে দেখে এগিয়ে যান ৫৫ বছর বয়সী বৃদ্ধ আবু জাফর মিয়া। নওফেলও এগিয়ে গিয়ে বৃদ্ধকে বুকে জড়িয়ে নেন। আবু জাফর মিয়া নিজের প্রত্যাশার কথা জানান নওফেলকে। নওফেলও তাঁর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রত্যাশা পূরণের আশ্বাস দেন। 

বউবাজার খাজা হোটেলের পাশে আবু জাফর মিয়ার বাসা। বাড়ি মহেশখালী। এই আসনের ভোটার তিনি। ৩০ বছর ধরে পরিবার নিয়ে এখানে বসবাস তাঁর। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই এলাকায় ইভ টিজারদের দৌরাত্ম্য বেশি। দলের নাম ভাঙিয়ে অনেকে অপকর্ম করছে। সেই বিষয়টি নওফেল সাহেবকে বলেছি। তিনি আজই এ বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন।’ 

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে নওফেল ১৭ নম্বর ওয়ার্ডের বউবাজারের খাজা হোটেলের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। অলিগলি গিয়ে নিজের জন্য ভোট চান। বিভিন্ন বয়সীদের সঙ্গে কথা বলেন নওফেল। তাঁদের কাছ থেকে সমস্যার কথা জানতে চান। এ সময় নওফেল তাঁদের প্রত্যাশাগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এর আগে ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় বক্তব্য দেন তিনি। 

ভোটারদের সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি: আজকের পত্রিকানির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে মাঠ চষে বেড়াচ্ছেন নওফেল। এর আগে চকবাজার ওয়ার্ড, বাগমনিরাম ওয়ার্ড, পাথরঘাটা, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড ও উত্তর পাঠানতুলী ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। তাঁর নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৯ আসনটি বাকলিয়া, চকবাজার ও কোতোয়ালি নিয়ে গঠিত। এই আসনে নওফেল ছাড়াও আরও ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে জাতীয় প্রার্থীর সানজীদ রশীদ চৌধুরী অন্যতম। তবে এই আসনে নওফেল ছাড়া অন্য ৭ প্রার্থীকে মাঠে তেমন দেখা যায়নি। 

এই আসনে ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ দ্রুত বাস্তবায়িত করতে জলাবদ্ধতা নিরসন, নতুন খাল খনন, রাস্তাঘাট প্রশস্তকরণ, সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী এলাকাটিকে গড়ে তোলার দাবি স্থানীয়দের। এই আসনে রয়েছে চাক্তাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জের মতো বাণিজ্যিক এলাকা। এই এলাকায় প্রায় ১ হাজার ৩০০ বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। 

সেখানে প্রতিদিন ৫০০ কোটি টাকার বাণিজ্য হয়। বাকলিয়ার প্রত্যন্ত এলাকায় ছোট ও মাঝারি শিল্প কারখানা রয়েছে শতাধিক এবং দেশের আসবাবপত্রের বৃহত্তম বাজার বলিরহাট বাকলিয়ায় অবস্থিত। এসব মিল কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে সরকার বছরে কয়েক শ কোটি টাকা আয় করে। আগে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন নামে চাঁদা তোলা হতো। সেটি এখন প্রায় বন্ধ বলে জানান খাতুনগঞ্জের ব্যবসায়ী আমান উল্লাহ। 

ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি: আজকের পত্রিকাআমান উল্লাহ বলেন, একসময় চাঁদাবাজির জন্য ব্যবসা করা যেত না, এখন সেটি থেকে পুরোপুরি মুক্ত। বর্তমানে এখানকার প্রধান সমস্যা জলাবদ্ধতা। বৃষ্টি হলেই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এই আসনে যিনি নির্বাচিত হবেন, তাঁর কাছে প্রত্যাশা যেন জলাবদ্ধতামুক্ত রাখা হয়। 

ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, কর্ণফুলী নদী, রাজাখালী খাল এবং চাক্তাইখাল বেষ্টিত চাক্তাই, খাতুনগঞ্জ ও আছদগঞ্জে প্রায় সময় জোয়ারের পানি ঢুকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। একবার জোয়ারের পানি ঢুকলে অন্তত ৩ ঘণ্টা জলাবদ্ধতায় মগ্ন থাকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। এতে ক্ষতি হয় শতকোটি টাকার বেশি। ব্যবসার জন্য প্রসিদ্ধ এলাকাটি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। 

বাড়ি বাড়ি গিয়েও নৌকার পক্ষে ভোট চান মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি: আজকের পত্রিকা খাতুনগঞ্জের আরেক ব্যবসায়ী সোলাইমান বাদশা বলেন, কর্ণফুলী নদীর ওপর পিলার বসিয়ে সেতু নির্মাণ এবং অপরিকল্পিতভাবে ড্রেজিং করায় সেতুসংলগ্ন চাক্তাই খালের মুখে নদী প্রায় ভরাট হয়ে গেছে। তাই জোয়ারের শুরুতেই পানি চাক্তাই ও রাজাখালী খাল হয়ে চাক্তাই-খাতুনগঞ্জ ও আছদগঞ্জে ঢুকে পড়ে। ২০০০ সালের পর থেকে সরকারের বিভিন্ন দপ্তরে জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য ব্যবসায়ী সমিতির নেতারা দাবি দিয়ে আসছেন। 

বর্তমানে নতুন খাল খনন প্রকল্পটি চলমান রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত না হওয়া পর্যন্ত জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছেন না বাকলিয়াসহ নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন, সিডিএসহ সেবা সংস্থাগুলোতে এক কাতারে আনার উদ্যোগ নিয়েছিলেন নওফেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত