Ajker Patrika

চট্টগ্রামে ৫ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষসহ আটক ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রামে অবৈধভাবে আনা ৫ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ডবলমুরিং থানাধীন ডিটি রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে আজ শনিবার জানিয়েছে পুলিশ। এ বিষ ফ্রান্স থেকে চট্টগ্রামে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

আটক ব্যক্তিরা হলেন—মো. ইসমাইল ওরফে মগা বৈদ্য, মো. জয়নাল আবেদীন ও রুপন চাকমা ওরফে শ্যামল। 

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর) মো. জহিরুল ইসলাম আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, একটি কাচের জারে বায়ুরোধক অবস্থায় রক্ষিত ১৩৫০ গ্রাম ওজনের কোবরা সাপের বিষ জব্দ করা হয়েছে। আমদানি-নিষিদ্ধ এ সাপের বিষের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, এটা ফ্রান্স থেকে আনা হয়েছে। জারের গায়ে ‘মেইড ইন ফ্রান্স’ লেখা আছে। তবে কোন পথে এ বিষ চট্টগ্রামে এসেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, এক ব্যক্তি তাঁদের হাতে বিষের জারটি তুলে দিয়েছিলেন। এটি তাঁদের বিক্রি করার কথা ছিল। 

পুলিশ জানিয়েছে, যিনি এই জার দিয়েছিলেন, তাঁকে শনাক্ত করা হয়েছে; গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, সাপের বিষ চোরাচালানের রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে এ বিষ পাচার হয়। আবার কখনো সেসব দেশ থেকে এনেও অন্য দেশে নেওয়া হয়। দেশে সাপের বিষের লেনদেন বা ক্রয়-বিক্রয় এবং পাচার দণ্ডনীয় অপরাধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত