কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্রসহ মিয়ানমারের সশস্ত্র সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) তিন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাঁদের আটক করে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন, আরসার জোন কমান্ডার ও ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা হাফেজ কামাল (৩৫), তাঁর দেহরক্ষী আনসার উল্লাহ (২০) ও পালংখালী ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সাইফুল।
আজ বুধবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পালংখালী রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার সদস্য সাইফুলকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে আরসার জোন ও কিলিং কমান্ডার হাফেজ কামাল ও তাঁর দেহরক্ষী আনসার উল্লাহকে আটক করা হয়।
সাজ্জাদ হোসেন আরও বলেন, এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি এবং সাত রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার সঙ্গে সংশ্লিষ্ট থেকে খুন, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন।
র্যাবের অধিনায়ক বলেন, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত হত্যা, গুম, অপহরণ ও অগ্নিকাণ্ডের নেপথ্যে আরসার কিলিং গ্রুপ কমান্ডার ও ক্যাম্প-১৭–এর জোন কমান্ডার হাফেজ কামাল জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র্যাব জানায়, সম্প্রতি অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার বিভিন্ন পর্যায়ের ১১৮ জন কমান্ডার ও সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৫৩.৭১ কেজি বিস্ফোরক, পাঁচটি গ্রেনেড, তিনটি রাইফেল গ্রেনেড, ১০টি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড, ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৮৩টি গুলি/কার্তুজ, ৬৭টি খালি খোসা, চারটি হাতবোমা, চারটি আইডি ও ৪৮টি ককটেল উদ্ধার করা হয়।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্রসহ মিয়ানমারের সশস্ত্র সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) তিন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাঁদের আটক করে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন, আরসার জোন কমান্ডার ও ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা হাফেজ কামাল (৩৫), তাঁর দেহরক্ষী আনসার উল্লাহ (২০) ও পালংখালী ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সাইফুল।
আজ বুধবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পালংখালী রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার সদস্য সাইফুলকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে আরসার জোন ও কিলিং কমান্ডার হাফেজ কামাল ও তাঁর দেহরক্ষী আনসার উল্লাহকে আটক করা হয়।
সাজ্জাদ হোসেন আরও বলেন, এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি এবং সাত রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার সঙ্গে সংশ্লিষ্ট থেকে খুন, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন।
র্যাবের অধিনায়ক বলেন, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত হত্যা, গুম, অপহরণ ও অগ্নিকাণ্ডের নেপথ্যে আরসার কিলিং গ্রুপ কমান্ডার ও ক্যাম্প-১৭–এর জোন কমান্ডার হাফেজ কামাল জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র্যাব জানায়, সম্প্রতি অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার বিভিন্ন পর্যায়ের ১১৮ জন কমান্ডার ও সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৫৩.৭১ কেজি বিস্ফোরক, পাঁচটি গ্রেনেড, তিনটি রাইফেল গ্রেনেড, ১০টি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড, ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৮৩টি গুলি/কার্তুজ, ৬৭টি খালি খোসা, চারটি হাতবোমা, চারটি আইডি ও ৪৮টি ককটেল উদ্ধার করা হয়।
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
১৩ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৫ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
১৮ মিনিট আগে