Ajker Patrika

রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডারে দগ্ধ বাবা ও ছেলের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডারে দগ্ধ বাবা ও ছেলের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। নিহতেরা হলেন, নুর আলম (৫৯) ও তাঁর ছেলে আনোয়ার কামাল (১২)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক। 

গত ১২ মে সকালে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে নুর আলম ও তাঁর পরিবারের ছয়জন দগ্ধ হন। 

নাঈমুল হক জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয় রোহিঙ্গাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে নুর আলম ও আনোয়ার কামালের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত