Ajker Patrika

সতর্কবার্তা বিশ্বাস করছে না সোনাগাজীর মানুষ, আশ্রয়কেন্দ্র ফাঁকা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১০: ৩৬
সতর্কবার্তা বিশ্বাস করছে না সোনাগাজীর মানুষ, আশ্রয়কেন্দ্র ফাঁকা

পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা বারবার মাইকিং ও অ্যালার্ম বাজিয়ে সতর্কবার্তা দিলেও সোনাগাজীর উপকূলবাসী আশ্রয়কেন্দ্রে আসতে চাইছে না। স্বেচ্ছাসেবকেরা বলছেন, প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন কথা তারা বিশ্বাস করছে না। 

আশ্রয়কেন্দ্রের আশপাশে থাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোরা, বুলবুল, আম্ফান ও জাওয়াদ ঘূর্ণিঝড়ের সময়ে সোনাগাজী উপকূলে জরুরি বিপৎসংকেত দেখানো হলেও শেষ পর্যন্ত উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। তখন ১০ নম্বর বিপৎসংকেতের কথা বলার পর গবাদিপশুসহ অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছিল। কিন্তু তখন যতটা বলা হয়েছিল, পরিস্থিতি ততটা খারাপ হয়নি। তাই তাঁরা এবার আর কারও কথা বিশ্বাস করছে না! 

সোনাগাজীতে কাজ করছেন আড়াই হাজার স্বেচ্ছাসেবক ও ১৯টি মেডিকেল টিমঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) চরচান্দিয়া ইউনিয়ন টিম লিডার শাখাওয়াত হোসেন জীবন মিয়াজি বলেন, ‘গত কয়েক বছর বিভিন্ন ঘূর্ণিঝড় ও দুর্যোগের সময় সোনাগাজীর উপকূলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সে জন্য মানুষকে এখন যতই বলা হচ্ছে, কেউ আসতে চাইছে না।’ 

উপকূলীয় দক্ষিণ চরচান্দিয়া হামুমাঝিশিয়া, নদীভাঙ্গা, ধান গবেষণা এলাকায় আজ সোমবার সকাল থেকে কাজ করা স্বেচ্ছাসেবক নরুল করিম সাইফুল ও মো. মনোয়ার হোসেন বলেন, জরুরি ভিত্তিতে মাইকিং করে মানুষকে বিপদের কথা জানানো হলেও সন্ধ্যা হয়ে এল, তবু মানুষ আশ্রয়কেন্দ্রে আসছে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত