Ajker Patrika

নোয়াখালীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৮: ৫৮
নোয়াখালীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ 

সমন্বয়কদের মুক্তি, দমন-নিপীড়ন বন্ধ, কারফিউ প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে নোয়াখালীতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

আজ সোমবার নোয়াখালী জিলা স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। 

এ সময় বক্তারা সারা দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিহতদের স্মরণ করেন। এসব হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি করেন। শিক্ষার্থীরা ঢাকায় পুলিশের গুলিতে নিহত নোয়াখালী পৌর কল্যাণ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান রিজভীর হত্যার বিচার দাবি করেন। 

বিক্ষোভে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কয়েকজন অভিভাবক বক্তব্য দেন। বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। 

নোয়াখালীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে প্রথম থেকেই ভিন্ন খাতে নিতে একটি মহল চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়টি মাথায় রেখে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়। সাদা পোশাকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যরা অবস্থান করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত