Ajker Patrika

টেকনাফে নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৮: ২২
ফাইল ছবি
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরতে যাওয়া ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুটি ইঞ্জিন চালিত এবং ১৩ টি ডিঙি নৌকাযোগে নাফ নদের মোহনায় মাছ ধরাকালে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি নৌকায় এক এবং দুজন মিলে ছোট্ট জাল নিয়ে এরা মাছ ধরে।

আবদুস সালাম বলেন, আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলারযোগে এসে অস্ত্রের মুখে এদের ধরে নিয়ে যায়। অপহৃত জেলেরা সাবারং ইউনিয়নের শাহাপরীরদ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের কাছ থেকে তিনি ঘটনা জেনেছেন। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় লোকজন ও পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। এ নিয়ে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত