লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর ধানখেত থেকে মো. পারভেজ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি ধানখেত থেকে মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। ৩১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন পারভেজ।
নিহত পারভেজ ওই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।
পুলিশ ও স্বজনেরা জানায়, ৩১ জানুয়ারি রাতে সদর উপজেলার শাকচর জব্বার মাস্টার হাটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন পারভেজ হোসেন। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন তাঁর ভাই মো. ফয়েজ আহমেদ বাদী হয়ে সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। গতকাল সোমবার রাতে ধানখেতে পারভেজের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে রাত সাড়ে ১০টার দিকে পারভেজ হোসেনের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ধানখেত থেকে মুখ বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা বলে দাবি করেন নিহতের স্বজনেরা। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যবসায়িক দ্বন্দ্ব বা পারিবারিক ও জমিসংক্রান্ত কোনো বিরোধে ঘটনাটি ঘটিয়েছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।
লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর ধানখেত থেকে মো. পারভেজ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি ধানখেত থেকে মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। ৩১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন পারভেজ।
নিহত পারভেজ ওই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।
পুলিশ ও স্বজনেরা জানায়, ৩১ জানুয়ারি রাতে সদর উপজেলার শাকচর জব্বার মাস্টার হাটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন পারভেজ হোসেন। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন তাঁর ভাই মো. ফয়েজ আহমেদ বাদী হয়ে সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। গতকাল সোমবার রাতে ধানখেতে পারভেজের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে রাত সাড়ে ১০টার দিকে পারভেজ হোসেনের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ধানখেত থেকে মুখ বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা বলে দাবি করেন নিহতের স্বজনেরা। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যবসায়িক দ্বন্দ্ব বা পারিবারিক ও জমিসংক্রান্ত কোনো বিরোধে ঘটনাটি ঘটিয়েছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।
নরসিংদীতে দুটি বাজারে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজার ও মনোহরদী উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে দুলালপুর ইউনিয়নের
২০ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও জুলাই আন্দোলনের স্মরণে প্রশ্ন করা হয়েছে।
২৬ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে ঘাস দিয়ে ঢাকা এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। পুলিশ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা পূর্বপাড়া থেকে লাশটি উদ্ধার করে। নিহত নারীর নাম আমিনা বেগম (৪৫)। তিনি ওই এলাকার সৌদি আরবপ্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।
২৮ মিনিট আগেরাজধানীর কামরাঙ্গীরচরে চকলেট খাওয়ানোর কথা বলে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
৩৫ মিনিট আগে