লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-গুলিবর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। ১৫ জানুয়ারি মামলা করা হলেও আজ সোমবার থানায় এটি রেকর্ড হয়। মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ ৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল মতিন, তিনি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের আবদুল হাকিমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, তার ভাই এ এস এম বিপ্লব ও আনোয়ার শাহাদাত শিবলু, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, বায়েজিদ ভুঁইয়া, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস, শেবাব নেওয়াজ, কাজী মামুনুর রশিদ বাবলু, আবু তালেব, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী প্রমুখ।
এজাহারে বাদী জানান, ৪ আগস্ট সকালে শহরের উত্তর তেমুহনী বাসস্ট্যান্ড এলাকায় প্রধান আসামি পিংকুর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে আসামিরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে।
এ সময় প্রধান আসামির রাইফেল থেকে ছোড়া তিনটি গুলি মতিনের পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান টিপুর ছোড়া দুটি গুলি তাঁর পেটে বিদ্ধ হয়।
এ ছাড়া এলোপাতাড়ি গুলিতে ৭০-৮০ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হন। অনেকে পঙ্গুত্ববরণ করেন। হামলাকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।
বাদী আবদুল মতিন বলেন, ‘হামলা ও গুলিতে আমি নিজেও আহত হয়েছি। তাই বিচারের আশায় থানায় মামলা করি। কিন্তু উল্লেখযোগ্য আসামি এখনো গ্রেপ্তার হয়নি। তবে অনেক আসামি সম্পর্কে আমার পুরোপুরি জানা নেই।’
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. হুমায়ুন বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করা হচ্ছে।
লক্ষ্মীপুরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-গুলিবর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। ১৫ জানুয়ারি মামলা করা হলেও আজ সোমবার থানায় এটি রেকর্ড হয়। মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ ৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল মতিন, তিনি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের আবদুল হাকিমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, তার ভাই এ এস এম বিপ্লব ও আনোয়ার শাহাদাত শিবলু, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, বায়েজিদ ভুঁইয়া, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস, শেবাব নেওয়াজ, কাজী মামুনুর রশিদ বাবলু, আবু তালেব, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী প্রমুখ।
এজাহারে বাদী জানান, ৪ আগস্ট সকালে শহরের উত্তর তেমুহনী বাসস্ট্যান্ড এলাকায় প্রধান আসামি পিংকুর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে আসামিরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে।
এ সময় প্রধান আসামির রাইফেল থেকে ছোড়া তিনটি গুলি মতিনের পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান টিপুর ছোড়া দুটি গুলি তাঁর পেটে বিদ্ধ হয়।
এ ছাড়া এলোপাতাড়ি গুলিতে ৭০-৮০ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হন। অনেকে পঙ্গুত্ববরণ করেন। হামলাকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।
বাদী আবদুল মতিন বলেন, ‘হামলা ও গুলিতে আমি নিজেও আহত হয়েছি। তাই বিচারের আশায় থানায় মামলা করি। কিন্তু উল্লেখযোগ্য আসামি এখনো গ্রেপ্তার হয়নি। তবে অনেক আসামি সম্পর্কে আমার পুরোপুরি জানা নেই।’
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. হুমায়ুন বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করা হচ্ছে।
ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সব শহীদ ও আহত জুলাই যোদ্ধার স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। আজ সোমবার প্রধান কার্যালয়সহ আওতাধীন সব রিজিয়ন ও জোন দপ্তরে একযোগে এসব কর্মসূচি পালিত হয়।
৫ মিনিট আগেসাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে আবার আগের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
৯ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেছেন, দুটি প্রকল্পের আওতায় সারা দেশে ১৬৫টি উপজেলা এবং বান্দরবান ও কক্সবাজারের সবগুলো উপজেলায় সেপ্টেম্বরের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হবে। আজ সোমবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জেলার স্টেকহোল্
১৫ মিনিট আগেরাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চারজনকে ও রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) একজনকে গ্রেপ্তার করে। গতকাল রোববার দিবাগত রাতে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার ওপর হামলার মামলায় তাঁদের
১৮ মিনিট আগে