হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই ছবি ফেসবুকে পোস্ট করায় তাঁকে এই নোটিশ দেওয়া হয়।
গতকাল বুধবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে কাজী আবদুর রহিমকে কারণ দর্শানো হয়। চিঠিতে কাজী আবদুর রহিম দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে জেলা কমিটির কাছে তাঁকে জবাব দিতে বলা হয়।
কাজী আবদুর রহিম হাতিয়া পৌর বিএনপির সভাপতি। তা ছাড়া তিনি হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক।
হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভির উদ্দিন বলেন, কাজী আবদুর রহিম মাদ্রাসায় চাকরি করেন। সেই ক্ষেত্রে জাতীয় প্রোগ্রামে উপস্থিত থাকতেই পারেন। কিন্তু তিনি সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে যেভাবে প্রচার করেছেন, তা অত্যন্ত আপত্তিকর। কারণ, এটি জাতীয় প্রোগ্রামের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্রোগ্রামও। তাতে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি জেলা বিএনপির নজরে আসায় তাঁকে শোকজ করা হয়েছে।
কাজী আবদুর রহিমের পোস্ট করা সেই ছবিগুলো তাঁর ফেসবুক আইডি থেকে মুছে ফেলেছেন। তবে বিএনপির নেতা-কর্মীরা স্ক্রিনশট দিয়ে সেসব ছবি ফেসবুকে দিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতনদের কাছে আবেদন করছেন।
এ বিষয়ে কাজী আবদুর রহিম বলেন, ‘আমি একটি মাদ্রাসায় চাকরি করি। এটি একটি জাতীয় প্রোগ্রাম। তাতে আমি উপস্থিত থাকতেই পারি। তা ছাড়া জাতীয় নেতাদের (বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান) ছোট করে দেখার সুযোগ নেই। জাতির জনকের কথা বাদ দিলে এই দেশের ইতিহাস হয় না।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। কাজী আবদুর রহিমকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালীর হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আবদুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই ছবি ফেসবুকে পোস্ট করায় তাঁকে এই নোটিশ দেওয়া হয়।
গতকাল বুধবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে কাজী আবদুর রহিমকে কারণ দর্শানো হয়। চিঠিতে কাজী আবদুর রহিম দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে জেলা কমিটির কাছে তাঁকে জবাব দিতে বলা হয়।
কাজী আবদুর রহিম হাতিয়া পৌর বিএনপির সভাপতি। তা ছাড়া তিনি হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক।
হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভির উদ্দিন বলেন, কাজী আবদুর রহিম মাদ্রাসায় চাকরি করেন। সেই ক্ষেত্রে জাতীয় প্রোগ্রামে উপস্থিত থাকতেই পারেন। কিন্তু তিনি সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে যেভাবে প্রচার করেছেন, তা অত্যন্ত আপত্তিকর। কারণ, এটি জাতীয় প্রোগ্রামের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্রোগ্রামও। তাতে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি জেলা বিএনপির নজরে আসায় তাঁকে শোকজ করা হয়েছে।
কাজী আবদুর রহিমের পোস্ট করা সেই ছবিগুলো তাঁর ফেসবুক আইডি থেকে মুছে ফেলেছেন। তবে বিএনপির নেতা-কর্মীরা স্ক্রিনশট দিয়ে সেসব ছবি ফেসবুকে দিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতনদের কাছে আবেদন করছেন।
এ বিষয়ে কাজী আবদুর রহিম বলেন, ‘আমি একটি মাদ্রাসায় চাকরি করি। এটি একটি জাতীয় প্রোগ্রাম। তাতে আমি উপস্থিত থাকতেই পারি। তা ছাড়া জাতীয় নেতাদের (বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান) ছোট করে দেখার সুযোগ নেই। জাতির জনকের কথা বাদ দিলে এই দেশের ইতিহাস হয় না।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। কাজী আবদুর রহিমকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খেলার সময় বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. রেজাউল হক (১২)। সে চানপুরের আমিনুর রহমানের ছেলে।
৮ মিনিট আগেচট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে নগরের মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এতে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
৯ মিনিট আগেকুর্মিটোলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ফায়ার সার্ভিসের দুটি ও নৌবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে রেস্তোরাঁয় আগুন লাগে। এতে সেখানে থাকা আসবাব ও মালপত্র পুড়ে ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
১৪ মিনিট আগেঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থা বিপজ্জনক। এই ৩০ জনের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
১৭ মিনিট আগে