কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, সাবেক প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় না জানিয়ে দুই শিক্ষার্থীকে সাক্ষী রাখার অভিযোগ উঠেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৬তম আবর্তনের রায়হান নামের আরেক শিক্ষার্থীকেও সাক্ষী করা হয়েছে মামলায়। তবে এই নামে ১৬তম ব্যাচে কোনো শিক্ষার্থী নেই।
মামলার বাদী শাখাওয়াত হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু রায়হান এবং মোহাম্মদ সাকিব হোসাইনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় সাক্ষী হিসেবে আটজন শিক্ষার্থীর নাম-ঠিকানা উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. গোলাম মোস্তফা, লোক প্রশাসন বিভাগের মো. হাসান অন্তর, একই বিভাগের তানভির হোসাইন মজুমদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হাসান ইমাম ফরহাদ, একই বিভাগের বিভাগের সৌরভ সিদ্দিকী ও জিসান, অর্থনীতি বিভাগের রায়হান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাহিম।
তাঁদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী সৌরভ সিদ্দিকী ও জিসান বলেন, তাঁদের যে সাক্ষী রাখা হয়েছে, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না। এ ছাড়া অর্থনীতির ১৬তম আবর্তনের রায়হান নামের যে শিক্ষার্থীর কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে এই নামে অর্থনীতির ১৬তম ব্যাচে কোনো শিক্ষার্থী নেই।
তবে একই বিভাগের ১৫তম আবর্তনের রায়হান নামের শিক্ষার্থী বলেন, ‘যদি এটা আমার নাম হয়ে থাকে, তাহলে আমি জানি না। আমার সঙ্গে সাক্ষী হওয়ার বিষয়ে কেউ যোগাযোগ করেননি।’
এ ব্যাপারে শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জিসান বলেন, ‘আমি এ মামলার বিষয়ে কিছুই জানি না। সেদিন বিকেলে পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝামেলা হয়ছিল জানি। কিন্তু মামলার কোনো ঘটনা ঘটেছে কিনা তা আমার জানা নেই। কিন্তু আমার নাম দেখি সাক্ষীর তালিকায়, যা আমার জন্য বিব্রতকর। আমি এ ঘটনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথাবার্তা বলছি আইনজীবীদের সঙ্গে। কথা বলে আমি আইনি পদক্ষেপ নিব প্রয়োজনে।’
শিক্ষার্থী সৌরভ সিদ্দিকী বলেন, ‘কুবির সাবেক ভিসি-প্রক্টরসহ ৩৬ জনের নাম উল্লেখ করে যে মামলা করা হয়েছে, সেখানে আমাকে না জানিয়ে সাক্ষী রাখা হয়েছে। আমি এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিব বলে ভাবছি।’
মামলার বাদী শাখাওয়াত হোসেন বলেন, ‘আমি এ মামলার বিষয়ে তেমন কিছু জানতাম না। আবু রায়হান ও সাকিব মামলার সব বিষয় নিয়ে আমার কাছে এসে আমাকে বাদী হতে বলায় আমি বাদী হয়েছি।’ সাক্ষীদের সঙ্গে কথা বলেছেন কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘আমি দুজন সাক্ষী ফরহাদ ও মোস্তফার সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু অন্যদের কারও সঙ্গে কথা বলিনি।’
এ বিষয়ে জানতে চাইলে সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘এ মামলার বিষয়ে আমি কিছু জানি না। মামলাটি অন্যজন (শাখাওয়াত) করেছে। সাক্ষীর বিষয়ে তিনি জানবেন।’
এ ব্যাপারে সমন্বয়ক আবু রায়হানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, সাবেক প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। সেই মামলায় না জানিয়ে দুই শিক্ষার্থীকে সাক্ষী রাখার অভিযোগ উঠেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৬তম আবর্তনের রায়হান নামের আরেক শিক্ষার্থীকেও সাক্ষী করা হয়েছে মামলায়। তবে এই নামে ১৬তম ব্যাচে কোনো শিক্ষার্থী নেই।
মামলার বাদী শাখাওয়াত হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু রায়হান এবং মোহাম্মদ সাকিব হোসাইনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় সাক্ষী হিসেবে আটজন শিক্ষার্থীর নাম-ঠিকানা উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. গোলাম মোস্তফা, লোক প্রশাসন বিভাগের মো. হাসান অন্তর, একই বিভাগের তানভির হোসাইন মজুমদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হাসান ইমাম ফরহাদ, একই বিভাগের বিভাগের সৌরভ সিদ্দিকী ও জিসান, অর্থনীতি বিভাগের রায়হান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাহিম।
তাঁদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী সৌরভ সিদ্দিকী ও জিসান বলেন, তাঁদের যে সাক্ষী রাখা হয়েছে, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না। এ ছাড়া অর্থনীতির ১৬তম আবর্তনের রায়হান নামের যে শিক্ষার্থীর কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে এই নামে অর্থনীতির ১৬তম ব্যাচে কোনো শিক্ষার্থী নেই।
তবে একই বিভাগের ১৫তম আবর্তনের রায়হান নামের শিক্ষার্থী বলেন, ‘যদি এটা আমার নাম হয়ে থাকে, তাহলে আমি জানি না। আমার সঙ্গে সাক্ষী হওয়ার বিষয়ে কেউ যোগাযোগ করেননি।’
এ ব্যাপারে শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জিসান বলেন, ‘আমি এ মামলার বিষয়ে কিছুই জানি না। সেদিন বিকেলে পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝামেলা হয়ছিল জানি। কিন্তু মামলার কোনো ঘটনা ঘটেছে কিনা তা আমার জানা নেই। কিন্তু আমার নাম দেখি সাক্ষীর তালিকায়, যা আমার জন্য বিব্রতকর। আমি এ ঘটনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথাবার্তা বলছি আইনজীবীদের সঙ্গে। কথা বলে আমি আইনি পদক্ষেপ নিব প্রয়োজনে।’
শিক্ষার্থী সৌরভ সিদ্দিকী বলেন, ‘কুবির সাবেক ভিসি-প্রক্টরসহ ৩৬ জনের নাম উল্লেখ করে যে মামলা করা হয়েছে, সেখানে আমাকে না জানিয়ে সাক্ষী রাখা হয়েছে। আমি এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিব বলে ভাবছি।’
মামলার বাদী শাখাওয়াত হোসেন বলেন, ‘আমি এ মামলার বিষয়ে তেমন কিছু জানতাম না। আবু রায়হান ও সাকিব মামলার সব বিষয় নিয়ে আমার কাছে এসে আমাকে বাদী হতে বলায় আমি বাদী হয়েছি।’ সাক্ষীদের সঙ্গে কথা বলেছেন কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘আমি দুজন সাক্ষী ফরহাদ ও মোস্তফার সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু অন্যদের কারও সঙ্গে কথা বলিনি।’
এ বিষয়ে জানতে চাইলে সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘এ মামলার বিষয়ে আমি কিছু জানি না। মামলাটি অন্যজন (শাখাওয়াত) করেছে। সাক্ষীর বিষয়ে তিনি জানবেন।’
এ ব্যাপারে সমন্বয়ক আবু রায়হানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৮ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৮ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৮ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৮ ঘণ্টা আগে