Ajker Patrika

গরম লোহার কাঁচি দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
Thumbnail image

ফেনীর পরশুরাম উপজেলার যৌতুকের তিন লাখ টাকা না দেওয়ায় লোহার কাঁচি গরম করে স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতন করেছে তাঁর স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. মহসীনকে (৩৫) গ্রেপ্তার করেছে পরশুরাম থানার-পুলিশ।

এর আগে গতকাল সোমবার রাতে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী বাদী হয়ে স্বামী ও শ্বশুরসহ পাঁচজনের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত স্বামীর নামে মো. মহসীন। তিনি মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেব নগর গ্রামের সাহাব উদ্দিনের বিদেশ ফেরত ছেলে। 

পুলিশ সোমবার রাতেই মহসীনকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর ওই গৃহবধূর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মহসীনের। মহসীন বিয়ের পর থেকে ব্যবসার জন্য পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। একপর্যায়ে ভুক্তভোগী তাঁর বাবার পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা যৌতুক এনে দেন। কিন্তু তাতেও ক্ষান্ত হননি তাঁর স্বামী। গত ১৮ জানুয়ারি অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন এবং লোহার কাঁচি গরম করে পায়ু পথে ছেঁকা দিয়ে রক্তাক্ত করেন। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে। এরপর সেখান থেকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। 

এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু খালেদ হোসেন জানান, লোহার কাঁচি গরম করে শরীরের বিভিন্ন স্থানে এবং পায়ু পথে ছেঁকা দিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত