Ajker Patrika

টেকনাফ থেকে দেড় কেজি আইসসহ আটক ১ 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফ থেকে দেড় কেজি আইসসহ আটক ১ 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মো. ইদ্রিস (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। রোববার ভোররাতে সদর ইউপি ছোট হাবিরপাড়া নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। 

আটক হওয়া ইদ্রিস নাজির পাড়া এলাকার মৃত আজিজুর রহমান প্রকাশ আজিরানের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়া আসামির বসত বাড়ি থেকে ক্রিস্টাল মেথ আইস বিক্রির উদ্দেশ্য মজুত রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ মডেল থানা-পুলিশের এস আই নকিবুল্লাহর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযানে যায়। 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বাঁলিশের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইসের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা। 

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত