সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যালয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণের শিকার শিক্ষার্থীকে খাগড়াছড়ি জেলার রামগড় থেকে উদ্ধার করে চরজব্বার থানা-পুলিশ।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতেই ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম ইয়াহিয়া ওরফে মো. হৃদয় ওরফে জলিল (২৩)। তিনি উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের মো. জাহেরের ছেলে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী তার বড় ভাইয়ের (১৬) সঙ্গে বিদ্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে আসামি হৃদয় ও তাঁর সহযোগী মিরাজ (২৪) তাদের পিছু নেন। কিছু দূর যাওয়ার পর তারা চর হাসান গ্রামের নজির আহম্মদের বাড়ির সামনের রাস্তার ওপর পৌঁছালে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় বড় ভাইকে ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থীকে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যান তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, আসামি হৃদয় অনেক আগ থেকেই ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যালয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণের শিকার শিক্ষার্থীকে খাগড়াছড়ি জেলার রামগড় থেকে উদ্ধার করে চরজব্বার থানা-পুলিশ।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতেই ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম ইয়াহিয়া ওরফে মো. হৃদয় ওরফে জলিল (২৩)। তিনি উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের মো. জাহেরের ছেলে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী তার বড় ভাইয়ের (১৬) সঙ্গে বিদ্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে আসামি হৃদয় ও তাঁর সহযোগী মিরাজ (২৪) তাদের পিছু নেন। কিছু দূর যাওয়ার পর তারা চর হাসান গ্রামের নজির আহম্মদের বাড়ির সামনের রাস্তার ওপর পৌঁছালে আসামিরা তাদের গতিরোধ করেন। এ সময় বড় ভাইকে ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থীকে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যান তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, আসামি হৃদয় অনেক আগ থেকেই ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিতেন এবং উত্ত্যক্ত করতেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
চাকরির জন্য দালালের খপ্পরে পড়ে রাশিয়া গিয়ে রুশ-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন নাটোরের সিংড়ার যুবক হুমায়ুন কবির। হুমায়ুনের দুলাভাই রহমত আলীকেও বাধ্য করা হয়েছে ওই যুদ্ধে অংশ নিতে। স্বজনদের কাছে প্রাণে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি।
২ মিনিট আগেবরগুনার বঙ্গবন্ধু নৌকা জাদুঘর ভেঙে ফেলা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির নেতা-কর্মীরা এটি ভেঙে ফেলেন বলে জানা গেছে।
২৬ মিনিট আগেধর্ষণের শিকার নারীর মেডিকো-লিগ্যাল পরীক্ষার ক্ষেত্রে টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ করে রায় দিয়েছেন উচ্চ আদালত। কিন্তু দেশের বিভিন্ন স্থানে ফরেনসিক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকো-লিগ্যাল পরীক্ষার সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের অনেকেই এই রায় সম্পর্কে জানেন না। শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ মহিল
২৭ মিনিট আগেমৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী নেতাদের বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুনিয়ার জেলকে তাঁরা পরোয়া করেন না। তাঁদের নেতাদের ফাঁসির আদেশ হওয়ার পর তাঁরা বলতেন আলহামদুলিল্লাহ। ফাঁসির দড়ি তাঁদের কাছে জুতার ফিতার মতো। তাঁরা স্বেচ্ছায় ফাঁসির তক্তায় গিয়ে দাঁড়াতেন।
৩১ মিনিট আগে