Ajker Patrika

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৫, ০৯: ১৭
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণে ঘটনাস্থলের উভয় পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। এতে প্রায় আড়াই ঘণ্টা ধরে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক ও বাসের হেলপার। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়।

এ কর্মকর্তা আরও জানান, রাস্তার ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করলে রাত ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত