Ajker Patrika

লক্ষ্মীপুরে জোড়া খুন: জড়িত থাকায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৩, ২০: ০৮
লক্ষ্মীপুরে জোড়া খুন: জড়িত থাকায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা বহিষ্কার

লক্ষ্মীপুরে সাবেক যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। এর আগে গতকাল বুধবার রাতে বেলাল এবং সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ বহিষ্কারপত্রে স্বাক্ষর করেন। বহিষ্কৃতরা হলেন রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফয়সাল ও সদস্য আরমান হোসেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ এপ্রিল লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় স্বেচ্ছাসেবক লীগের গঠনতন্ত্রের ৩৪ ধারার (ট) অনুচ্ছেদ অনুযায়ী দেওয়ান ফয়সাল ও আরমান হোসেনকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করার জন্য স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নিকট জোর সুপারিশ করা হলো। 

জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দেওয়ান ফয়সাল ও আলমগীর হোসেন ওরফে কদু আলমগীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া পাঁচ আসামির বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে আদালত রিমান্ড মঞ্জুর করেন। মামলার অন্য অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি র‍্যাবসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ কাজে পুলিশকে সহযোগিতা করছেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত