Ajker Patrika

বিএনপির সমাবেশে সংঘর্ষ: পুলিশ নিহতের মামলায় আরও ১ আসামি ফেনী থেকে গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১২: ৫১
বিএনপির সমাবেশে সংঘর্ষ: পুলিশ নিহতের মামলায় আরও ১ আসামি ফেনী থেকে গ্রেপ্তার 

বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহত হওয়ার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব সদর দপ্তর থেকে ওই ব্যক্তির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম। র‍্যাব জানিয়েছে, পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের মামলার এজাহারে জসিমের নাম রয়েছে। র‍্যাব সদর দপ্তর থেকে জানানো হয়েছে, জাকির হোসেন জসিমকে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় পরদিন ২৯ অক্টোবর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই দিনই দুজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তাঁরা হলেন—শামীম রেজা ও মো. সুলতান। শামীম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক। তাঁকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। সুলতানকে গ্রেপ্তার করা হয় ঢাকার ডেমরা এলাকা থেকে।  

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত ছয়টি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির নেতা-কর্মীদের। সংঘর্ষে পুলিশের সদস্য আমিরুল ছাড়াও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। তাঁর নাম শামীম মিয়া। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ছিলেন। সংঘর্ষের জেরে ওই দিন বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। 

এর আগে এ ঘটনায় দায়ের করা মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ রাজাকে (২৮) গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেইহাচর-মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে র‍্যাব তাঁকে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করে বলে জানান সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এস এম মাকসুদুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত