হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় মো. ওসমান নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার ভোরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ওসমান উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জোড়খালী গ্রামের নুরউদ্দিন মার্কেট এলাকার মৃত ইদ্রিস আহমদের ছেলে।
নিহতের স্ত্রী অভিযোগ করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর ভাই ও ভাতিজাদের সঙ্গে অনেক আগে থেকেই বিরোধ চলছে। ইতিমধ্যে তাঁর ভাইয়েরা ওসমানের সম্পত্তি দখল করে নেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এরই জেরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, গভীর রাতে তাঁর স্বামী প্রকৃতির ডাকে ঘরের বাইরে যান। আসতে দেরি হলে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন স্বামী রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে জরুরিভাবে ওসমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসক কর্মকর্তা শিফন চন্দ্র দাস বলেন, তাঁর পুরুষাঙ্গে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার এক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর হাতিয়ায় মো. ওসমান নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার ভোরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ওসমান উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জোড়খালী গ্রামের নুরউদ্দিন মার্কেট এলাকার মৃত ইদ্রিস আহমদের ছেলে।
নিহতের স্ত্রী অভিযোগ করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর ভাই ও ভাতিজাদের সঙ্গে অনেক আগে থেকেই বিরোধ চলছে। ইতিমধ্যে তাঁর ভাইয়েরা ওসমানের সম্পত্তি দখল করে নেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এরই জেরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, গভীর রাতে তাঁর স্বামী প্রকৃতির ডাকে ঘরের বাইরে যান। আসতে দেরি হলে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন স্বামী রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে জরুরিভাবে ওসমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসক কর্মকর্তা শিফন চন্দ্র দাস বলেন, তাঁর পুরুষাঙ্গে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার এক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গিয়ে আহত এক যুবলীগ নেতা জুলাইযোদ্ধা হিসেবে অনুদান পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আহত জুলাইযোদ্ধা হিসেবে ‘সি ক্যাটাগরিতে’ এক লাখ টাকার চেক গ্রহণ করেন তিনি।
১ মিনিট আগেবাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসে ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি জানিয়েছেন ডেন্টাল চিকিৎসকেরা। আজ রোববার রাজধানীর শাহবাগ মোড়ে ‘বাংলাদেশ ডেন্টাল ঐক্য পরিষদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান বিডিএস ডিগ্রিধারী বিসিএস প্রার্থীরা।
৫ মিনিট আগেহবিগঞ্জে পৌনে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি গত শুক্রবার থেকে আজ রোববার পর্যন্ত টানা তিন দিন জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
১২ মিনিট আগেরংপুর সিটি করপোরেশনে (রসিক) গৃহকর ছাড়া মিলছে না কোনো সেবা। সেবা নিতে হলে গৃহকর পরিশোধিত রসিদের কপি ও উৎসকর নেওয়ায় বিপাকে পড়েছেন সেবাপ্রার্থীরা। কর ছাড়া সেবা না পেয়ে বিক্ষুব্ধ সেবাপ্রার্থীরা নগর ভবনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, নগর ভবনের কলাপসিবল গেট লাগানো। সেবাপ্রার্থীরা বাইরে
১৪ মিনিট আগে