Ajker Patrika

ফরিদগঞ্জে নিজ বাড়ি থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৪: ৫৫
ফরিদগঞ্জে নিজ বাড়ি থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজের বসতবাড়ি থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়া (২৪) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাওনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ফরিদ ওই গ্রামের ভূঁইয়াবাড়ির মৃত হ‌ুমায়ূন ভূঁইয়ার ছেলে। তিনি দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। 

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে একটি সড়ক দুর্ঘটনায় আহত হন ফরিদ উদ্দিন। এরপর কিছুটা সুস্থ হয়ে নিজের একতলাবিশিষ্ট বিল্ডিংয়ে বসবাস করতেন। গতকাল সারা দিন তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন বিল্ডিংয়ের জানালা দিয়ে উঁকি দিয়ে ফরিদ উদ্দিনের গলাকাটা মরদেহ দেখতে পান। এ সময় সালাউদ্দিনের ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

মৃতের ঘাড়ে, গলায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। ফরিদ উদ্দিনের বোনদের বিয়ে হয়েছে। একমাত্র ভাই কাউছার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী। তাই নিজের একতলা বিল্ডিংয়ে একাই বসবাস করতেন তিনি। 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল শেষে আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায় ও (হাজিগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল মো. সোহেল মাহমুদ পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সুপার বলেন, ‘মনে হচ্ছে কোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আশা করছি দ্রুতই খুনের রহস্য উদ্‌ঘাটন এবং খুনিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত