Ajker Patrika

দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ঝিনুর

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ঝিনুর

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলর সংঘর্ষে ঝিনু আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ঝিনু আক্তার হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুরের মো. হাবিবুল্লাহর স্ত্রী। ঝিনু আক্তার তাদের এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে তার সন্তানদের নিয়ে বাড়ি ফিরছিলেন। আহতরা হলেন—ঝিনুর ছেলে মোহিত ও মেয়ে তাসনিয়া। অপরজনের পরিচয় জানা যায়নি। 

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. হিমু মজুমদার। তিনি জানান, মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ঝিনু আক্তার নামে এক নারী ও মোটরসাইকেল চালক সাইফুল আমিন (১৮) নামে এক যুবককে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। দুর্ঘটনায় আহত আঘাত গুরুতর হওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে হয়তো পথিমধ্যে ঝিনুর মৃত্যু হয়েছে। তবে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল চালক সাইফুল আমিনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত