Ajker Patrika

নদীতে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা, বাঁচালের মাঝি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
নদীতে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা, বাঁচালের মাঝি

চট্টগ্রামের কালুরঘাট সেতু থেকে নদীতে লাফিয়ে পড়েন রোকসানা (৩৫) নামের এক নারী। নদীর কূলে থাকা মাঝিরা তাঁকে উদ্ধার করলে প্রাণে বেঁচে যান তিনি।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর মাঝখান থেকে নদীতে লাফিয়ে পড়েন তিনি। সেটি দেখে ফেলেছিলেন নৌকার মাঝিরা। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করেন তাঁরা। 

সেতুর রেলওয়ে গেটম্যান মো. সাইফুল জানান, সেতুর মাঝখান থেকে এক নারী নদীতে ঝাঁপ দিলে তাঁকে নদীতে চলাচলরত একটি নৌকার মাঝি উদ্ধার করেন। 

সংজ্ঞাহীন অবস্থায় রোকসানাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্চয় সেন। 

তবে চেতনা ফিরে আসায় রোকসানা তাঁর বোনের বাড়িতে চলে গেছেন বলে জানিয়েছেন হাসপাতালে নিয়ে আসা মো. তারেক নামের এক ব্যক্তি। তিনি রোকসানার বরাত দিয়ে বলেন, স্বামী আরেকটি বিয়ে করায় রোকসানা নদীতে ডুবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁর স্বামীর বাড়ি উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দনগর গ্রামে। তাঁদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত