সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে যুবলীগ নেতা খামার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে খামারে থাকা দুই হাজারের অধিক মুরগি মারা গেছে। তবে ফায়ার সার্ভিসের দাবি, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত যুবলীগ নেতা চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ওসমান চৌধুরী। তাঁর দাবি, ৫ আগস্টের পর থেকে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁকে না পেয়ে দুর্বৃত্তরা বেশ কয়েকবার পরিবারের সদস্যদের হুমকি-ধমকিও দিয়েছিল। তারাই পরিকল্পিতভাবে মুরগির খামার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
ক্ষতিগ্রস্তের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল গভীর রাতে খামারে থাকা মুরগির অস্বাভাবিক ডাক শুনে ঘর থেকে বের হন তাঁরা। এ সময় তাঁরা খামারজুড়ে আগুন দেখতে পান। তাঁদের দেখে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে।
পরিবারের সদস্যরা জানান, সংসার চালানোর জন্য একমাত্র অবলম্বন ছিল খামারটি। তা আগুনে পুড়ে তাঁদের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ওসমান চৌধুরী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার পতনের পর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তাঁকে না পেয়ে জামায়াত-বিএনপির নেতা–কর্মীরা তাঁর পরিবারের সদস্যদের একাধিকবার হুমকি-ধমকি দিয়েছিল। সর্বশেষ তাঁরাই গতকাল রাতে তাঁর দুই হাজার শেডের মুরগির খামার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। আগুন দেওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা বের হলে তাঁরা বেশ কয়েকটি ককটেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনার পর থেকে তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিয়ে দিন যাপন করছেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আকিব আজকের পত্রিকাকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তাঁর আগেই খামারে থাকা মুরগির পাশাপাশি পুরো খামার পুড়ে ছাই হয়ে যায়। শর্টসার্কিট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তাঁরা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে যুবলীগ নেতা খামার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে খামারে থাকা দুই হাজারের অধিক মুরগি মারা গেছে। তবে ফায়ার সার্ভিসের দাবি, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত যুবলীগ নেতা চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ওসমান চৌধুরী। তাঁর দাবি, ৫ আগস্টের পর থেকে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁকে না পেয়ে দুর্বৃত্তরা বেশ কয়েকবার পরিবারের সদস্যদের হুমকি-ধমকিও দিয়েছিল। তারাই পরিকল্পিতভাবে মুরগির খামার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
ক্ষতিগ্রস্তের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল গভীর রাতে খামারে থাকা মুরগির অস্বাভাবিক ডাক শুনে ঘর থেকে বের হন তাঁরা। এ সময় তাঁরা খামারজুড়ে আগুন দেখতে পান। তাঁদের দেখে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে।
পরিবারের সদস্যরা জানান, সংসার চালানোর জন্য একমাত্র অবলম্বন ছিল খামারটি। তা আগুনে পুড়ে তাঁদের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ওসমান চৌধুরী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার পতনের পর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তাঁকে না পেয়ে জামায়াত-বিএনপির নেতা–কর্মীরা তাঁর পরিবারের সদস্যদের একাধিকবার হুমকি-ধমকি দিয়েছিল। সর্বশেষ তাঁরাই গতকাল রাতে তাঁর দুই হাজার শেডের মুরগির খামার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। আগুন দেওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা বের হলে তাঁরা বেশ কয়েকটি ককটেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনার পর থেকে তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিয়ে দিন যাপন করছেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আকিব আজকের পত্রিকাকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তাঁর আগেই খামারে থাকা মুরগির পাশাপাশি পুরো খামার পুড়ে ছাই হয়ে যায়। শর্টসার্কিট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তাঁরা।
‘স্টপ রিভার পলুশন, সেভ লাইভস’—এই বার্তা সামনে রেখে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম এক সাঁতার প্রতিযোগিতা। নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে এ আয়োজন করে রায়পুরা রানার্স কমিউনিটি।
৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগে২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় খেলতে গিয়ে খাট থেকে পড়ে আয়শা (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগে