চবি প্রতিনিধি
এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে নগরীতে কর্মসূচি পালনের কথা জানিয়েছে শিক্ষক সমিতি। একই সঙ্গে ক্যাম্পাসেও সংবাদ প্রদর্শনী চলবে। কর্মসূচির মধ্যে থাকবে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। আগামী সপ্তাহে এই কর্মসূচি পালন করা হবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নতুন এ কর্মসূচির কথা জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক। ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এভাবেই চলবে?’ শিরোনামে টানা তিন দিন ধরে চলা এই সংবাদ প্রদর্শনীতে চারটি ব্যানারে ৬৪টি সংবাদ প্রদর্শন করা হয়।
অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আগামী সপ্তাহে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করব। একই সঙ্গে আমাদের অবস্থান কর্মসূচি ও সংবাদ প্রদর্শনী যুগপৎ চলবে। প্রতিদিন নতুন নতুন সংবাদ প্রদর্শনীতে যুক্ত হবে। প্রেসক্লাবের কর্মসূচির সময়সূচি শহরের সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে জানানো হবে।’
তিনি বলেন, ‘আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকেই আমাদের প্রদর্শনী দেখতে আসছেন। তাদের অনেকেই এই সব সংবাদ সম্পর্কে জানতেন না। এক জায়গায় এতগুলো সংবাদ আছে জেনে অনেকেই আসছেন। তারা মনে করেন এ ধরনের প্রতিবাদ হওয়া দরকার।’
এর আগে গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতারা। এ সময় উপাচার্য সমিতির নেতাদের চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় বেলা ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি।
পরবর্তীতে উপাচার্য ও সহ–উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। টানা তিন দিন অবস্থান কর্মসূচি শেষে চতুর্থ দিন প্রতীকী গণ অনশন করেন তাঁরা। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করা হয়।
এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে নগরীতে কর্মসূচি পালনের কথা জানিয়েছে শিক্ষক সমিতি। একই সঙ্গে ক্যাম্পাসেও সংবাদ প্রদর্শনী চলবে। কর্মসূচির মধ্যে থাকবে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। আগামী সপ্তাহে এই কর্মসূচি পালন করা হবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নতুন এ কর্মসূচির কথা জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক। ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এভাবেই চলবে?’ শিরোনামে টানা তিন দিন ধরে চলা এই সংবাদ প্রদর্শনীতে চারটি ব্যানারে ৬৪টি সংবাদ প্রদর্শন করা হয়।
অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আগামী সপ্তাহে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করব। একই সঙ্গে আমাদের অবস্থান কর্মসূচি ও সংবাদ প্রদর্শনী যুগপৎ চলবে। প্রতিদিন নতুন নতুন সংবাদ প্রদর্শনীতে যুক্ত হবে। প্রেসক্লাবের কর্মসূচির সময়সূচি শহরের সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে জানানো হবে।’
তিনি বলেন, ‘আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকেই আমাদের প্রদর্শনী দেখতে আসছেন। তাদের অনেকেই এই সব সংবাদ সম্পর্কে জানতেন না। এক জায়গায় এতগুলো সংবাদ আছে জেনে অনেকেই আসছেন। তারা মনে করেন এ ধরনের প্রতিবাদ হওয়া দরকার।’
এর আগে গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতারা। এ সময় উপাচার্য সমিতির নেতাদের চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় বেলা ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি।
পরবর্তীতে উপাচার্য ও সহ–উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। টানা তিন দিন অবস্থান কর্মসূচি শেষে চতুর্থ দিন প্রতীকী গণ অনশন করেন তাঁরা। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করা হয়।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আজ রোববার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। গতকাল শনিবার শ্রমিকদের দাবি মেনে নিয়ে নোটিশ দিলেও তাঁরা বিক্ষোভ ও কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
১ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
১৬ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
১ ঘণ্টা আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগে