সবুর শুভ, চট্টগ্রাম
আট বছর আগে শুরু হওয়া চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে পানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি লিটার। সেই লক্ষ্যমাত্রার কোনো হেরফের হয়নি। তবে প্রকল্প ব্যয়ে বড় ধরনের হেরফের হয়েছে। শুরুর ১ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প ঠেকেছে ১ হাজার ৯৯৫ কোটিতে। বেশি ব্যয় হলো ৯৫৯ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ প্রকল্প থেকে আগামী সপ্তাহে আনোয়ারা উপজেলায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) প্রথম পানি সরবরাহ করা হবে। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডসহ (কাফকো) শিল্পপ্রতিষ্ঠানে এ প্রকল্পের পানি যাবে।
একই প্রকল্প থেকে আবাসিক গ্রাহক পর্যায়েও পানি সরবরাহ করার কথা জানান প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. মাহবুবুল আলম। পানি সরবরাহের পূর্ব প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে ৭২ ঘণ্টার পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। অনেক আগে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতা ও করোনা মহামারিতে সার্বিক কাজে ছন্দপতন হয়েছে বলে দাবি ওয়াসা কর্তৃপক্ষের।
প্রকল্প পরিচালক মাহবুবুল আলম বলেন, ‘৬ কোটি লিটার পানি উৎপাদনে আট বছর আগে শুরু হওয়া প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এক সপ্তাহের মধ্যে আমরা কেইপিজেডে পানি সরবরাহের মধ্য দিয়ে উৎপাদন শুরু করতে যাচ্ছি।’
প্রকল্পটির মাধ্যমে শিল্পাঞ্চলে ৮০ ভাগ এবং আবাসিকের গ্রাহকদের জন্য ২০ ভাগ পানি সরবরাহ করা হবে।
ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ভান্ডালজুড়ি প্রকল্পের মাধ্যমে কেইপিজেডসহ ছোট-বড় ১৩টি শিল্পপ্রতিষ্ঠানে বাণিজ্যিক সংযোগ দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানে দৈনিক ৪ কোটি লিটার পানি সরবরাহের টার্গেট আছে। এ ছাড়া আবাসিক গ্রাহকদের মাঝে দেওয়া হবে ২ কোটি লিটার পানি।
একই বিষয়ে কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান বলেন, ‘সামনের কয়েক দিনের মধ্যে কেইপিজেডে পানি সরবরাহ করবে চট্টগ্রাম ওয়াসা। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। ওয়াসার পানি পেলে এখানকার শিল্পকারখানায় উৎপাদন বেড়ে যাবে।’
আট বছর আগে শুরু হওয়া চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে পানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি লিটার। সেই লক্ষ্যমাত্রার কোনো হেরফের হয়নি। তবে প্রকল্প ব্যয়ে বড় ধরনের হেরফের হয়েছে। শুরুর ১ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প ঠেকেছে ১ হাজার ৯৯৫ কোটিতে। বেশি ব্যয় হলো ৯৫৯ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ প্রকল্প থেকে আগামী সপ্তাহে আনোয়ারা উপজেলায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) প্রথম পানি সরবরাহ করা হবে। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডসহ (কাফকো) শিল্পপ্রতিষ্ঠানে এ প্রকল্পের পানি যাবে।
একই প্রকল্প থেকে আবাসিক গ্রাহক পর্যায়েও পানি সরবরাহ করার কথা জানান প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. মাহবুবুল আলম। পানি সরবরাহের পূর্ব প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে ৭২ ঘণ্টার পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। অনেক আগে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতা ও করোনা মহামারিতে সার্বিক কাজে ছন্দপতন হয়েছে বলে দাবি ওয়াসা কর্তৃপক্ষের।
প্রকল্প পরিচালক মাহবুবুল আলম বলেন, ‘৬ কোটি লিটার পানি উৎপাদনে আট বছর আগে শুরু হওয়া প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এক সপ্তাহের মধ্যে আমরা কেইপিজেডে পানি সরবরাহের মধ্য দিয়ে উৎপাদন শুরু করতে যাচ্ছি।’
প্রকল্পটির মাধ্যমে শিল্পাঞ্চলে ৮০ ভাগ এবং আবাসিকের গ্রাহকদের জন্য ২০ ভাগ পানি সরবরাহ করা হবে।
ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ভান্ডালজুড়ি প্রকল্পের মাধ্যমে কেইপিজেডসহ ছোট-বড় ১৩টি শিল্পপ্রতিষ্ঠানে বাণিজ্যিক সংযোগ দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানে দৈনিক ৪ কোটি লিটার পানি সরবরাহের টার্গেট আছে। এ ছাড়া আবাসিক গ্রাহকদের মাঝে দেওয়া হবে ২ কোটি লিটার পানি।
একই বিষয়ে কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান বলেন, ‘সামনের কয়েক দিনের মধ্যে কেইপিজেডে পানি সরবরাহ করবে চট্টগ্রাম ওয়াসা। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। ওয়াসার পানি পেলে এখানকার শিল্পকারখানায় উৎপাদন বেড়ে যাবে।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে বদলি করা হয়। এর আগে ২ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকেরা ওস
২ মিনিট আগেবাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
১০ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৭ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪২ মিনিট আগে