Ajker Patrika

একাত্তর টিভির গাড়ি ভাঙচুর, কুবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

কুবি প্রতিনিধি
একাত্তর টিভির গাড়ি ভাঙচুর, কুবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এটিএম বুথের সামনে রাখা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনায় এক কুবি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপাচার্যের নির্দেশক্রমে ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানা যায়। 

অফিস আদেশে বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন এটিএম বুথের সামনে টিভি চ্যানেল ৭১ টেলিভিশন এর গাড়ি ভাঙচুরের সঙ্গে লোক প্রশাসন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমএসএস শিক্ষার্থী মুহা. নূর উদ্দীন হোসাইন সন্দেহাতীতভাবে জড়িত থাকার বিষয়ে প্রক্টরিয়াল বডির প্রাথমিক তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ায় মুহা. নূর উদ্দীন হোসাইন-কে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হল।’ 

এ ছাড়াও, ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশে অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ে উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীকে সদস্যসচিব করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন—সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্ৰ নন্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত