Ajker Patrika

পূজামণ্ডপে ‘ইসলামি গান’: জামিন শুনানিতে আইনজীবীদের হট্টগোল 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২২: ৪৪
Thumbnail image

চট্টগ্রাম নগরে পূজামণ্ডপের অনুষ্ঠানে সংগীত পরিবেশনে বিতর্কের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুজনের রিমান্ড ও জামিন শুনানিতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছে। এ সময় বিব্রত হয়ে এজলাস থেকে নেমে যান ওই আদালতের বিচারক। 

এজলাস থেকে নামার আগে রিমান্ড শুনানির ওপর আদেশ দিতে পারলেও জামিন শুনানি মুলতবি রাখেন আগামীকাল মঙ্গলবারের (১৫ অক্টোবর) জন্য। 

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। 

আদালত সূত্র জানায়, চট্টগ্রাম নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপে সংগীত পরিবেশনে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের ওপর শুনানি দিন ধার্য ছিল আজ সোমবার। উভয়পক্ষে শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করেছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ এই আদেশ দেন। 

এরপর আসামিদের জামিন শুনানি করার জন্য প্রক্রিয়া শুরু করলে শুনানিতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা বিতণ্ডায় জড়ান। এ সময় আসামিপক্ষে অর্ধশতাধিক ও বাদীপক্ষে ১০ জনের মতো আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করেন। 

এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ূন কবির ও শুনানিতে উপস্থিত আইনজীবীরা জানান, আসামিদের রিমান্ড ও জামিন আবেদনের ওপর শুনানির সময় দুপক্ষ বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় বিচারক পুলিশের করা রিমান্ড আবেদন বাতিলের আদেশ দিয়ে ওই মামলায় দিনের কার্যক্রম সম্পন্ন করেন। 

দুই আসামির পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী শামসুল আলম আদালতকে জানান, দুই আসামি পূজা কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে গিয়েছিলেন। মঞ্চে ওঠার আগে তাঁদের নাম ঘোষণা করা হয়। আর গান পরিবেশনের পর তাঁদের ধন্যবাদও দেওয়া হয়। 

অপর দিকে বাদীপক্ষের সুজন দাসসহ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নিয়ে আসামিদের রিমান্ড মঞ্জুরের দাবি জানান। এতে তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। এ অবস্থায় আদালতের বিচারক আসামিদের বিরুদ্ধে করা রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। 

তথ্যমতে, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে কোতোয়ালি থানা-পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। আসামিরা হলেন চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম ও নুরুল ইসলাম। 

এর আগে গত শুক্রবার (১১ অক্টোবর) নগরীর কোতোয়ালি থানায় মহানগর পূজা কমিটির অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন বাদী হয়ে মামলা করেন। এতে কমিটির যুগ্ম সম্পাদক (বহিষ্কার) সজল দত্ত, চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম, নুরুল ইসলাম, আবদুল্লাহ ইকবাল, মো. রনি, গোলাম মোস্তফা, মো. মামুনসহ সাতজনকে আসামি করা হয়। 

উল্লেখ্য, চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য দুর্গাপূজার মঞ্চে দুটি গান পরিবেশন করেন। এর মধ্যে একটি গান ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। এ গানটিকে ইসলামি সংগীত আখ্যা দিয়ে গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি নিয়ে তৎপর হন পুলিশ ও জেলা প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত