Ajker Patrika

রোহিঙ্গা শিবির থেকে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

শাহীন শাহ, টেকনাফ (কক্সবাজার) 
আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১২: ৩৮
রোহিঙ্গা শিবির থেকে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে মো. বেলাল হোসেন (১৯) নামের এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 
এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এপিবিএন ওই যুবককে ‘সন্ত্রাসী’ বলে দাবি করেছে। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া নিবন্ধিত শিবির থেকে তাঁকে আটক করা হয়। তিনি নিবন্ধিত শিবিরের ব্লক পি, শেড-১১০৪ /১-এর বাসিন্দা আবদুল হাকিমের ছেলে। 

 ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া নিবন্ধিত শিবিরের এইচ ব্লক এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে।’ তাঁকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল আলীম জানান, তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত