Ajker Patrika

কুতুবদিয়ায় বেড়েছে বৃষ্টি ও বাতাসের গতি 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২৩, ১৪: ২৮
কুতুবদিয়ায় বেড়েছে বৃষ্টি ও বাতাসের গতি 

ঘূর্ণিঝড় মোখার ফলে কক্সবাজারের কুতুবদিয়ায় হঠাৎ বেড়েছে বৃষ্টি ও বাতাসের গতি। আজ রোববার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুর ১২টার পর থেকে উপজেলায় বৃষ্টি ও বাতাসের গতি বেড়েছে। উপজেলার ৯৩টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। 

কৈয়ারবিল ইউনিয়নের মৌলভীপাড়ার জহিরুল ইসলাম বলেন, হঠাৎ বৃষ্টি ও বাতাস বেড়ে যাওয়ায় আতঙ্ক বেড়েছে। পরিবারের সব সদস্য আশ্রয়কেন্দ্রে চলে গেছে। 

কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া সত্তোরোর্ধ্ব শামশুল আলম বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টায় আশ্রয় নিয়েছি, এখনো শুকনো খাবার পাইনি।’ 

কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে হদম্মহ রাণী দাশ বলেন, ‘আলী আকবর ডেইল কুমিরাঘোনা থেকে গতকাল রাতে আশ্রয় নিয়েছি। বাচ্চারা খাবারের জন্য কান্নাকাটি করতেছে। তাড়াহুড়ো করে চলে এসেছি, খাবার নিয়ে আসতে পারিনি।’ তাদের খাবার দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা আজকের পত্রিকাকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত শুকনো খাবারের ব্যবস্থা আছে বলে জানান তিনি। 

বিভিন্ন আশ্রয়কেন্দ্রে খাবার না পাওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, রাত ৩টার দিকে বেশ কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে চলে এসেছে। তারা হয়তো পাইনি। তাদের কাছেও শুকনো খাবার পৌঁছে যাবে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত